নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

স্কুল জীবন থেকেই লেখালিখি করি। বর্তমানে বিদেশে কর্মরত। আমার কাব্যগ্রন্থ 'শিকড়ের সন্ধান' প্রকাশ পেয়েছে ২০১৫ সালে।

লেখালিখি, খেলাধুলা, ভ্রমণ। আমার কাব্যগ্রন্থ \'শিকড়ের সন্ধান\' প্রকাশিত হয়েছে ২০১৫ সালে।

সাইদুর রহমান

লিখতে পছন্দ করি স্কুল জীবন থেকেই। আমার কাব্য গ্রন্থ 'শিকড়ের সন্ধান' প্রকাশিত হয়েছে ২০১৫ সালে।

সাইদুর রহমান › বিস্তারিত পোস্টঃ

অণুকাব্য এক ঝাঁক ৩৬

০৯ ই নভেম্বর, ২০১৪ দুপুর ২:১২

এক
খুঁজি যারে আকাশে পাতালে
পাহার চূড়ে দেশ বিদেশ;
সেতো আমারই হৃদয় কমলে
চেয়ে মুখ পানে অনিমেষ।

দুই
মেঘ পরীর মতো তুমি চাও
বেড়াবে ভেসে আকাশ ঘেঁষে
ভাবছো,তারা চিরদিন পাশে
আজন্ম তুমি একাকী শেষে।

তিন
যে সমীরণ পাশে আজীবন
রং বদলায় সেও,এই তো পরিহাস;
কখনো নির্মম,করি রোদন
বধির শুনে না অজুহাত কাড়ে শ্বাস।

চার
তরল তিমিরে খাচ্ছি হাবুডুবু
সহসা হবো নিমজ্জিত;
স্বপ্নের শুধুই ফালাফালি তবু
জানে না গভীরতা কত।

পাঁচ
আমরা পথিক গন্তব্য নেই জানা
দিবানিশি চলি পথ সন্ধানে;
না জানে কেউ কতদূর সীমানা
কখনো ভাটি,কখনো উজানে।

ছয়
ঘাত প্রতিঘাত যতই দাও তাকে
না উহ্ ধ্বনি,না তার অশ্রু চোখে;
দিয়েই যায় ছায়া
এতো মমতা মায়া
দিয়ে বেড়ায় ফুল ফল ঝাঁকে ঝাঁকে।

মন্তব্য ২ টি রেটিং +১/-০

মন্তব্য (২) মন্তব্য লিখুন

১| ০৯ ই নভেম্বর, ২০১৪ রাত ৯:৫৩

সকাল হাসান বলেছেন: ভাল লাগল! ++++

২| ১২ ই নভেম্বর, ২০১৪ রাত ১:৪২

সাইদুর রহমান বলেছেন: অসংখ্য ধন্যবাদ সকাল হাসান।
শুভেচ্ছা জানবেন।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.