নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

স্কুল জীবন থেকেই লেখালিখি করি। বর্তমানে বিদেশে কর্মরত। আমার কাব্যগ্রন্থ 'শিকড়ের সন্ধান' প্রকাশ পেয়েছে ২০১৫ সালে।

লেখালিখি, খেলাধুলা, ভ্রমণ। আমার কাব্যগ্রন্থ \'শিকড়ের সন্ধান\' প্রকাশিত হয়েছে ২০১৫ সালে।

সাইদুর রহমান

লিখতে পছন্দ করি স্কুল জীবন থেকেই। আমার কাব্য গ্রন্থ 'শিকড়ের সন্ধান' প্রকাশিত হয়েছে ২০১৫ সালে।

সাইদুর রহমান › বিস্তারিত পোস্টঃ

শীতের আনাগোনা

১২ ই নভেম্বর, ২০১৪ রাত ১:৩৯

কুয়াশা চাদরে মোড়া আজি এ সকাল
ধোঁয়াচ্ছন্ন, রাস্তাঘাট কেমন অচেনা;
কাটে না যে আর শীতের সময়কাল
মাত্র কার্ত্তিক এখনি তার আনাগোনা।

গ্রামে গঞ্জে কৃষাণদের হৈ চৈ কলরব
কাজ নেই, প্রহর কাটে গল্পে গল্পে;
সর্বত্র বিরাজ পিঠা খাওয়ার উৎসব
কেটে যায় বেলা হাস্যরসে আলাপে।

খেজুরের রস, গরম গরম ভাপা
রসে ডুবানো চিতই আরো পাটি শাপ্টা;
পুলি পিঠা, খাবে কি, শরীরে যে কাঁপা
বসে তাই সবি, চুলোর চারিপাশটা।

নাড়ার আগুন পোহায় ছেলে বুড়ো
ততক্ষনে মিঠি মিঠি রোদ দেয় উঁকি;
কুয়াশার হিমেল ছায়া পালাতে শুরু
তবু মায়েরা শিশুদের রাখেন ঢাকি।

যারা তবে বড়, পরে সোয়েটার শাল
গরম কফি হাতে, শুধু আড্ডারই ধুম;
এই তো আমাদের বাংলার শীতকাল
যারা ছোট, গরীব তাদের নেই ঘুম।

এবার শীত তুমি, হয়ো প্রিয় সবার
শীতের কষ্টে যাদের মুখে নেই হাসি;
দিয়ো সোনালী রোদ চাদর উপহার
গেয়ো তাদের হৃদে রোদেলা সুর বাঁশী।

মন্তব্য ১ টি রেটিং +১/-০

মন্তব্য (১) মন্তব্য লিখুন

১| ১২ ই নভেম্বর, ২০১৪ দুপুর ২:২৬

কলমের কালি শেষ বলেছেন: কবিতাটি বেশ সুন্দর ।++

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.