নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

স্কুল জীবন থেকেই লেখালিখি করি। বর্তমানে বিদেশে কর্মরত। আমার কাব্যগ্রন্থ 'শিকড়ের সন্ধান' প্রকাশ পেয়েছে ২০১৫ সালে।

লেখালিখি, খেলাধুলা, ভ্রমণ। আমার কাব্যগ্রন্থ \'শিকড়ের সন্ধান\' প্রকাশিত হয়েছে ২০১৫ সালে।

সাইদুর রহমান

লিখতে পছন্দ করি স্কুল জীবন থেকেই। আমার কাব্য গ্রন্থ 'শিকড়ের সন্ধান' প্রকাশিত হয়েছে ২০১৫ সালে।

সাইদুর রহমান › বিস্তারিত পোস্টঃ

চৌকাঠ

১৩ ই নভেম্বর, ২০১৪ রাত ১২:০১

আর লাগে না ভালো এভাবে চলা
দিবানিশি যেন ‘শোক শোক’খেলা;
সংসারে প্রতিদিন সে টানাটানি
চারিপাশে কোলাহল হানাহানি।

মা’কে বলি তাই,দাও না সুযোগ
আর কত সইবে অভাব,দুর্যোগ;
‘মেয়ে হয়েছিস,এমনি মাথাব্যথা
গেলে যথাতথা,লোকে বলে কথা’।

এ কেমন যৌবন,দরিদ্র নিঃস্বের
সবার লোলুপ দৃষ্টি তা কিসের ?
আমি যাবো মাঠে,আমিও পারি
মানুষ আমি,দোষ জন্মেছি নারী?

যতই বল মা,নিয়ত দুঃখ পাঠ
লাগে না ভালো,পারি দেব চৌকাঠ;
কে খাবে এ তনু,মা’গো দেখতে চাই
হায়েনা রাজ, তাহলে ঈশ্বর নাই ?

সারা জনম গোলামী করে গেলে
চৌকাঠের অন্দরে তুমি কি পেলে ?
আমি যাব মা,লাগিয়ো না বেড়ী
ওপারটা কেমন দেখবেই এ নারী।

মন্তব্য ০ টি রেটিং +০/-০

মন্তব্য (০) মন্তব্য লিখুন

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.