নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

স্কুল জীবন থেকেই লেখালিখি করি। বর্তমানে বিদেশে কর্মরত। আমার কাব্যগ্রন্থ 'শিকড়ের সন্ধান' প্রকাশ পেয়েছে ২০১৫ সালে।

লেখালিখি, খেলাধুলা, ভ্রমণ। আমার কাব্যগ্রন্থ \'শিকড়ের সন্ধান\' প্রকাশিত হয়েছে ২০১৫ সালে।

সাইদুর রহমান

লিখতে পছন্দ করি স্কুল জীবন থেকেই। আমার কাব্য গ্রন্থ 'শিকড়ের সন্ধান' প্রকাশিত হয়েছে ২০১৫ সালে।

সাইদুর রহমান › বিস্তারিত পোস্টঃ

অতিথি পরিযায়ী

১৯ শে ফেব্রুয়ারি, ২০১৫ দুপুর ২:৫৪





অতিথি পাখিরা দূর দূরান্ত থেকে দলবেঁধে

বেড়াতে এলো আমাদের দেশে;

হাজারো মাইল আকাশ পথ বেয়ে অবাধে

জলে যেথা লাল পদ্মকমল হাসে।



কোথা সাইবেরিয়া চীন হিমালয় হিমাচল

শীতে ছুটে আসে প্রেমের টানে;

দ্যাখো, খোলা আকাশে তাদের রঙ ঢল

কি মধুময় মমত্ব হৃদয় কোণে।



কলকাকলিতে তাদের, চারিদিক মুখর

উড়ছে এক ঝাঁক ঐ আকাশে;

নামছে এক ঝাঁক, হয়েছে উষ্ণ প্রান্তর

সাঁতার কাটে কেউ রোদে বসে।



প্রকৃতিরও যেন তবে আছে হৃদয় মন

জলাশয়ে হাসে শাপলা রক্তিম;

সাজে পরন্ত বিকেল আর গোধূলি ক্ষণ

লোভনীয় দৃশ্যে অপূর্ব অসীম। 



কারো নাম সরালি, পচার্ড, ফ্লাইফেচার

কারো গার্গেন, জিরিয়া, পাতারি;

জলপিপি, চিতাটুপি কাড়ে নজর সবার

অজানা আরো বসা সারি সারি।



গরম আভাসে এখন যে বিদায়ের পালা

জমে উঠা বন্ধুত্ব ভালোবাসা;

কত না হবে গভীর তাদের বিরহ জ্বালা

কবে ফিরবে এই স্বপ্ন আশা।

মন্তব্য ০ টি রেটিং +০/-০

মন্তব্য (০) মন্তব্য লিখুন

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.