নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

স্কুল জীবন থেকেই লেখালিখি করি। বর্তমানে বিদেশে কর্মরত। আমার কাব্যগ্রন্থ 'শিকড়ের সন্ধান' প্রকাশ পেয়েছে ২০১৫ সালে।

লেখালিখি, খেলাধুলা, ভ্রমণ। আমার কাব্যগ্রন্থ \'শিকড়ের সন্ধান\' প্রকাশিত হয়েছে ২০১৫ সালে।

সাইদুর রহমান

লিখতে পছন্দ করি স্কুল জীবন থেকেই। আমার কাব্য গ্রন্থ 'শিকড়ের সন্ধান' প্রকাশিত হয়েছে ২০১৫ সালে।

সাইদুর রহমান › বিস্তারিত পোস্টঃ

রক্তে ভেজা এই একুশ

২১ শে ফেব্রুয়ারি, ২০১৫ রাত ১০:১৩



হে নব প্রজন্ম, কখনো যেও না ভুলে

আমার দেশের সে ঐ কিশোর তরুণ;

যেমনটি ফুটায় কৃষ্ণচূড়া আর পলাশ 

ভরে দেয় ধরিত্রী সাজায় লাল ফুলে,

ফুটায় ভাষা ফুল ঢেলে বুকের খুন।



‘রাষ্ট্রভাষা বাংলা চাই’ রক্তের তুলিতে

আঁকে, কতো গাঢ় প্রেম, হারাই ভাষা;

দিয়েছিল নাড়া, মার হৃদয় স্বপ্ন ব্যথা

বুকের রক্ত স্রোতে রমনার রাজপথে

করে পুরণ সন্তানেরা মায়ের আশা।



শুধু তবে ফুলের তোফা প্রভাত ফেরী

আত্মারা পাবে নাকো প্রশান্তি আস্থা;

এখনো আকাশে বাতাসে ঘুরে ফিরে

তপ্ত অশ্রু ঝরে, থামেনি কান্না ঘড়ি

করো সমৃদ্ধ বাংলা ভাষা শিল্প কথা।



করো প্রতিষ্ঠা ভাষাকে সর্বত্র একসাথ

‘রক্তে ভেজা এই একুশ’ বছরে আসি;

বারে বারে গায় মায়ের বুলিতে গান 

মিলাতে চায় সবাই রেখে হাতে হাত

ফুটাতে চায় মায়ের কষ্ট হৃদয়ে হাসি।



বিশ্বের দরবারে আজি বাংলার স্থান

এতো তাদেরই ত্যাগে পেয়েছি মান।

মন্তব্য ১ টি রেটিং +০/-০

মন্তব্য (১) মন্তব্য লিখুন

১| ২১ শে ফেব্রুয়ারি, ২০১৫ রাত ১০:৩৯

সেলিম আনোয়ার বলেছেন: একুশের চেতনা জাগ্রত হোক সবার প্রাণে ।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.