নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

স্কুল জীবন থেকেই লেখালিখি করি। বর্তমানে বিদেশে কর্মরত। আমার কাব্যগ্রন্থ 'শিকড়ের সন্ধান' প্রকাশ পেয়েছে ২০১৫ সালে।

লেখালিখি, খেলাধুলা, ভ্রমণ। আমার কাব্যগ্রন্থ \'শিকড়ের সন্ধান\' প্রকাশিত হয়েছে ২০১৫ সালে।

সাইদুর রহমান

লিখতে পছন্দ করি স্কুল জীবন থেকেই। আমার কাব্য গ্রন্থ 'শিকড়ের সন্ধান' প্রকাশিত হয়েছে ২০১৫ সালে।

সাইদুর রহমান › বিস্তারিত পোস্টঃ

জীবনটাই ফাঁকি

০৫ ই মার্চ, ২০১৫ বিকাল ৩:৩৫

কেউ যেন মানতেই চায় না 
কত যে কঠিন এ পৃথিবীটা; 
কেউ যেন বলতেই চায় না 
লুকিয়ে বেড়ায় চাপা দুখটা। 

জীবন ব্যাপী ঘাতে প্রতিঘাতে 
রক্তাক্ত মনটা নিয়ে বেড়ায়; 
টেনে হিঁচড়ে তাও কোনমতে 
শেষে,সকল স্বপ্নই হারায়। 

কত যে করে বাঁচার লড়াই 
স্থবির হয় একদা বড়াই; 
হয় হতাশ,বলে কোথা পাই 
বাঁচার তরে এতটুকু ঠাঁই ! 

নিয়তই দেখি ভেজা দু’আঁখি 
এ মানুষের ভিড়ে কে কার কি; 
পরিশেষে,ক্ষণ রয় না বাকি 
মনে হয় জীবনটাই ফাঁকি। 

মন্তব্য ০ টি রেটিং +০/-০

মন্তব্য (০) মন্তব্য লিখুন

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.