নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

স্কুল জীবন থেকেই লেখালিখি করি। বর্তমানে বিদেশে কর্মরত। আমার কাব্যগ্রন্থ 'শিকড়ের সন্ধান' প্রকাশ পেয়েছে ২০১৫ সালে।

লেখালিখি, খেলাধুলা, ভ্রমণ। আমার কাব্যগ্রন্থ \'শিকড়ের সন্ধান\' প্রকাশিত হয়েছে ২০১৫ সালে।

সাইদুর রহমান

লিখতে পছন্দ করি স্কুল জীবন থেকেই। আমার কাব্য গ্রন্থ 'শিকড়ের সন্ধান' প্রকাশিত হয়েছে ২০১৫ সালে।

সাইদুর রহমান › বিস্তারিত পোস্টঃ

আছি তো তার বন্ধনে ০১

১১ ই এপ্রিল, ২০১৫ দুপুর ২:৩১

(জন্ম জন্মান্তর)



জন্ম জন্মান্তর আছি তো তার বন্ধনে

লালিত পালিত সবি প্রকৃতির কোলে;

প্রাণে বাঁচা তারই অমৃত সুধা পানে

জীবনের শিক্ষাও তারই কাছে মিলে।

যেন তারই সন্তান আমরা এ মানুষ

দ্যাখো কত দৃঢ়, অকপট, নেই ছল;

নিহাস লোভী মোরা অল্পে হারাই হুশ

প্রকৃতি শুধু দিতে জানে মমতা ঢল।



তার হাত ধরে চলি আমরা মানব

যখন তবে সে হয় রুক্ষ, রুগ্ন, বৈরী;

শান্ত স্নিগ্ধ, হয় মায়াবী তার অবয়ব

তারই ঢঙে আমরা হয়ে যাই তৈরি।

রুক্ষতা তার, ছড়ায় হৃদে অস্থিরতা

প্রশান্ত মুখে যেন পাই হাসি স্নিগ্ধতা।

ক্রমশ ......



চতুর্দশপদী কবিতা

ছন্দ প্রকরণ:

কখকখ,কখকখ;গঘগঘ ঙঙ

মন্তব্য ১ টি রেটিং +১/-০

মন্তব্য (১) মন্তব্য লিখুন

১| ১৬ ই এপ্রিল, ২০১৫ বিকাল ৪:২৬

কলমের কালি শেষ বলেছেন: কবিতায় ভালো লেগেছে ।+++

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.