নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

স্কুল জীবন থেকেই লেখালিখি করি। বর্তমানে বিদেশে কর্মরত। আমার কাব্যগ্রন্থ 'শিকড়ের সন্ধান' প্রকাশ পেয়েছে ২০১৫ সালে।

লেখালিখি, খেলাধুলা, ভ্রমণ। আমার কাব্যগ্রন্থ \'শিকড়ের সন্ধান\' প্রকাশিত হয়েছে ২০১৫ সালে।

সাইদুর রহমান

লিখতে পছন্দ করি স্কুল জীবন থেকেই। আমার কাব্য গ্রন্থ 'শিকড়ের সন্ধান' প্রকাশিত হয়েছে ২০১৫ সালে।

সাইদুর রহমান › বিস্তারিত পোস্টঃ

জেগে উঠুক প্রাণে নব সূর্য কিরণ

১৪ ই এপ্রিল, ২০১৫ রাত ১২:৩৫

(পহেলা বৈশাখ)

বৈশাখী ঝড় কখনো বা অতি বৃষ্টি
খরা করে গেল নষ্ট কত ফসল;
বদলে গেল কত যে জীবনের কুষ্ঠি
দগ্ধ করলো প্রাণ বারুদ অনল।

কত যন্ত্রণা শঙ্কা বাংলার ঘরে ঘরে
ধ্বনিত আহাজারি আর বিলাপ;
তবু যেন এই বাংলার মানুষ পারে
করে হজম, চলে প্রেম সংলাপ।

লঞ্চডুবি অহরহ দুর্ঘটনা পথে ঘাটে
রয় ভারাক্রান্ত দু’চোখ সজল;
গুম হত্যা ঔদ্ধত্য প্রতারণা বিভ্রাটে
প্রাণ স্পন্দন থেমে হয় অচল।

এসেছে আবারও ফিরে নূতন বছর
সবার কাঙ্ক্ষিত পহেলা বৈশাখ;
ছোঁড়ে ফেলি ভুলি অতীত কষ্ট প্রহর
হোক নির্বাণ হৃদয়ে জমা আগ।

চারিদিকে কত আনন্দ হৈ-হুল্লোড়
উৎসবে মেতেছে গোটা দেশ;
বর্ণিল সাজে কি মমতা প্রেম ডোর
উচ্ছ্বসিত সবি স্ফূর্তি আবেশ।

জেগে উঠুক প্রাণে নব সূর্য কিরণ
অপ্রাপ্তি ভুলে খুশীর উন্মোচন;
আর নয় হিংসা, কলহ, রক্ত ক্ষরণ
জমে উঠুক সবে মমতা বন্ধন।

নববর্ষের শুভেচ্ছা

মন্তব্য ৩ টি রেটিং +০/-০

মন্তব্য (৩) মন্তব্য লিখুন

১| ১৪ ই এপ্রিল, ২০১৫ রাত ১২:৪১

মিন্টুর নগর সংবাদ বলেছেন: নববর্ষের শুভেচ্ছা

২| ১৪ ই এপ্রিল, ২০১৫ রাত ১২:৫৭

ভ্রমরের ডানা বলেছেন: শুভ হোক নববর্ষ। :)

৩| ১৪ ই এপ্রিল, ২০১৫ বিকাল ৫:১৬

কলমের কালি শেষ বলেছেন: সুন্দর কবিতা । শুভ নববর্ষের শুভেচ্ছা ।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.