নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

স্কুল জীবন থেকেই লেখালিখি করি। বর্তমানে বিদেশে কর্মরত। আমার কাব্যগ্রন্থ 'শিকড়ের সন্ধান' প্রকাশ পেয়েছে ২০১৫ সালে।

লেখালিখি, খেলাধুলা, ভ্রমণ। আমার কাব্যগ্রন্থ \'শিকড়ের সন্ধান\' প্রকাশিত হয়েছে ২০১৫ সালে।

সাইদুর রহমান

লিখতে পছন্দ করি স্কুল জীবন থেকেই। আমার কাব্য গ্রন্থ 'শিকড়ের সন্ধান' প্রকাশিত হয়েছে ২০১৫ সালে।

সাইদুর রহমান › বিস্তারিত পোস্টঃ

ফোঁড়ে মাটি তোমার দীর্ঘশ্বাস

২৮ শে এপ্রিল, ২০১৫ দুপুর ১:২০


নেই খবর, নেই বলা কওয়া
হটাত এসে যাও তুমি
ভয়ে কেঁপে উঠে ভূমি;
প্রাণী সবে জাগে ভয়
এবার বুঝি, সবি ক্ষয়
এক দণ্ডে হয়ে যাও হাওয়া।

সাধের এ ঘরবাড়ি, অর্থকড়ি
গড়ে, কেউ তা শোষণে
তৃপ্ত কেউ মানুষ দলনে;
লিপ্ত মিথ্যায়, অনাচারে
অগণিত প্রাণ হাহাকারে
পাপে গেছে আজ জগত ভরি।

অতলে অদৃশ্যে যদিও আবাস
জগতে তবে মানব হদয়
কত যে জ্বালা যন্ত্রণা সয়;
তুমি করো সবই অনুভব
ক্ষোভে ক্রোধে এ তান্ডব
ফোঁড়ে মাটি তোমার দীর্ঘশ্বাস।

Earthquake in Nepal 2015
  April 25, 2015 8:44 am

মন্তব্য ২ টি রেটিং +০/-০

মন্তব্য (২) মন্তব্য লিখুন

১| ২৮ শে এপ্রিল, ২০১৫ বিকাল ৪:০৭

লাইলী আরজুমান খানম লায়লা বলেছেন: হুমম বাস্তবধর্মী কবিতা --- ঠিক ঠিক ---
কিন্তু মানুষতো বোঝে না ----- অনেকে অন্যদেরকে শোষণ করে সম্পদের পাহাড় গড়ে তোলে

২| ৩০ শে এপ্রিল, ২০১৫ বিকাল ৩:২৮

সাইদুর রহমান বলেছেন: অসংখ্য ধন্যবাদ লাইলী আরজুমান খানম লায়লা।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.