নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

স্কুল জীবন থেকেই লেখালিখি করি। বর্তমানে বিদেশে কর্মরত। আমার কাব্যগ্রন্থ 'শিকড়ের সন্ধান' প্রকাশ পেয়েছে ২০১৫ সালে।

লেখালিখি, খেলাধুলা, ভ্রমণ। আমার কাব্যগ্রন্থ \'শিকড়ের সন্ধান\' প্রকাশিত হয়েছে ২০১৫ সালে।

সাইদুর রহমান

লিখতে পছন্দ করি স্কুল জীবন থেকেই। আমার কাব্য গ্রন্থ 'শিকড়ের সন্ধান' প্রকাশিত হয়েছে ২০১৫ সালে।

সাইদুর রহমান › বিস্তারিত পোস্টঃ

কবি গুরুর জনম দিনে

০৯ ই মে, ২০১৫ রাত ১২:২৯



কবি গুরুর জনম পঁচিশে বৈশাখে

শ্রদ্ধাভরে স্মরি যিনি এক কিংবদন্তী;

কমল ফুটে হৃদয়ে, যার সুর রাগে

জ্ঞাত যেন মানুষের যত অনুভুতি।

ডুবুডুবু যানে বসে লিখেছেন তিনি

প্রলয় গান,দুর্দশা গ্রাসে দৈন্য দুঃখে;

ঝড় কবলে বাঁচার সে আশার বাণী

লিখতেন শিল্প কলা ভালোবাসা মেখে।



বিশ্ব দরবারে, বাংলা ভাষা মার বুলি

পেয়েছে স্থান তাঁরই সাহিত্য সম্ভারে;

যেন হাতে সততই যাদু রঙ তুলি

আঁকতেন কাব্য গীতি অন্তর গভীরে।

সাহিত্য জগতে তিনি শুকতারা চন্দ্র

আঁধার পতিত হৃদে আলো রেখা রন্ধ্র।



চতুর্দশপদী কবিতা

বিন্যাস:৮ + ৬।

অন্ত্যমিল:কখকখ,গঘগঘ,ঙচঙচ,ছছ

বৈশাখ ২৫, ১৪২২

মন্তব্য ০ টি রেটিং +০/-০

মন্তব্য (০) মন্তব্য লিখুন

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.