নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

স্কুল জীবন থেকেই লেখালিখি করি। বর্তমানে বিদেশে কর্মরত। আমার কাব্যগ্রন্থ 'শিকড়ের সন্ধান' প্রকাশ পেয়েছে ২০১৫ সালে।

লেখালিখি, খেলাধুলা, ভ্রমণ। আমার কাব্যগ্রন্থ \'শিকড়ের সন্ধান\' প্রকাশিত হয়েছে ২০১৫ সালে।

সাইদুর রহমান

লিখতে পছন্দ করি স্কুল জীবন থেকেই। আমার কাব্য গ্রন্থ 'শিকড়ের সন্ধান' প্রকাশিত হয়েছে ২০১৫ সালে।

সাইদুর রহমান › বিস্তারিত পোস্টঃ

কেন এমন হয়

১১ ই মে, ২০১৫ রাত ১১:৫৮

কেন এমন হয় বুঝি না কখনো
রাত কাটে তো হয় না সকাল
পথচলি রাতদিন, পাই না সীমান্ত;
হৃদয়ে পোষা আশ্বাস বিশ্বাস 
সবই যেন পরিশেষে ভ্রান্ত।

বৃক্ষসবে প্রসবিত তার ঐ পল্লব
ছায়া দেবে ফল দেবে ভাবি
চির সংকল্পবদ্ধ, সতত নিশ্চিন্ত;
শুষ্কতার নিষ্পেষনে নিশ্চিহ্ণ
কেন যে এমন হয়, নির্লিপ্ত।

অন্তরে যে পাখি বেঁধেছিল বাসা
কত অন্তরঙ্গ, করতো কানাকানি
গাইতো মনের হরষে সুখের গান
ভেঙ্গে দিয়েছি নাকি তার ডানা
হয় নীরব, করে অভিমান। 

উড়ে শত তুফান মাথার উপর 
ভাবি, বুঝি তা কেটে যাবে 
কই কাটে, নেচে নেচে ঐ আবার;
বাজিয়ে অসুর দানবীয় বাদ্য
হাসে বৈশাখ,করি চিৎকার।

মন্তব্য ২ টি রেটিং +০/-০

মন্তব্য (২) মন্তব্য লিখুন

১| ১২ ই মে, ২০১৫ রাত ১২:১০

বাংলার জমিদার রিফাত বলেছেন: valo laglo

২| ০৬ ই মার্চ, ২০১৬ সকাল ১০:৫৩

সোজোন বাদিয়া বলেছেন: বিমূর্ত যন্ত্রণা, যথেষ্ট সংক্রামক। মন খারাপ করে দেয়। শক্তিশালী কবিতা।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.