নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

স্কুল জীবন থেকেই লেখালিখি করি। বর্তমানে বিদেশে কর্মরত। আমার কাব্যগ্রন্থ 'শিকড়ের সন্ধান' প্রকাশ পেয়েছে ২০১৫ সালে।

লেখালিখি, খেলাধুলা, ভ্রমণ। আমার কাব্যগ্রন্থ \'শিকড়ের সন্ধান\' প্রকাশিত হয়েছে ২০১৫ সালে।

সাইদুর রহমান

লিখতে পছন্দ করি স্কুল জীবন থেকেই। আমার কাব্য গ্রন্থ 'শিকড়ের সন্ধান' প্রকাশিত হয়েছে ২০১৫ সালে।

সাইদুর রহমান › বিস্তারিত পোস্টঃ

স্তূপ নীহারিকা

৩০ শে মে, ২০১৫ দুপুর ২:০৮

সতত একাকী এই দাঁড়িয়ে আছি
দক্ষিণা ফুরফুরে কোমল বাতাসে
মিঠি সৌরভ মাখা ফুলগুলো হাসে
সম্বিৎ এলে দ্যাখি সবি মিছিমিছি।

কখনো দাঁড়িয়ে শহুরে রাজপথে
ঐ ভীমরুলের মত উড়ছে মানুষ
অস্থির চিত্ত ব্যস্ত বড়, যেন বেহুশ
উড়তে চায় স্বপ্নরা হৃদয়ের রথে।

রাতের আঁধারে ঐ আকাশ পানে
কি সুন্দর ঝলমলে তারার মেলা
চাঁদ হাসে কি মনোহর পান্থশালা
শূন্যতা বিরাজ এই অন্তর কোণে।

সহসা আসে বাতাসের বিভীষিকা
শান্ত শালীন বৃক্ষেরাও পড়ে নুয়ে
আশাগুলো বৃষ্টিজলে বিস্মৃত ধুয়ে
নিভে যায় হৃদয়ে স্তূপ নীহারিকা।

মন্তব্য ০ টি রেটিং +০/-০

মন্তব্য (০) মন্তব্য লিখুন

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.