নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

স্কুল জীবন থেকেই লেখালিখি করি। বর্তমানে বিদেশে কর্মরত। আমার কাব্যগ্রন্থ 'শিকড়ের সন্ধান' প্রকাশ পেয়েছে ২০১৫ সালে।

লেখালিখি, খেলাধুলা, ভ্রমণ। আমার কাব্যগ্রন্থ \'শিকড়ের সন্ধান\' প্রকাশিত হয়েছে ২০১৫ সালে।

সাইদুর রহমান

লিখতে পছন্দ করি স্কুল জীবন থেকেই। আমার কাব্য গ্রন্থ 'শিকড়ের সন্ধান' প্রকাশিত হয়েছে ২০১৫ সালে।

সাইদুর রহমান › বিস্তারিত পোস্টঃ

ঐ মরু সাহারার বুকে

০৩ রা জুলাই, ২০১৫ দুপুর ১:০২


ঐ মরু সাহারার বুকে, যদি না ফুটতো ফুল
পেতাম কি কখনো আল কোরআন
আসতো কি রোজা, নামাজ আযান
সেই ফুলই তো প্রিয় নবী মোহাম্মদ রাসুল।

হতো কি এতো আলো বর্ষণ ঐ সে বালুচরে
হতো না আলোকিত অন্ধকার মরু
হাসতো না বালিতে বৃক্ষ লতা তরু
যেই ফুটলো ফুল মোস্তফা মা আমিনার ঘরে।

বিভ্রান্তি শোষণ আর নিপীড়নে ধূসর সাহারা
যেথায় চুরি লুট, নরহত্যা জুয়াখেলা
জ্বিনা শিশুহত্যা, সতত মাদক মেলা
আগমনে তাঁর বহে সুবাস আলো ঝর্ণা ধারা।

দেখলো গোটা পৃথিবী ফোটা ফুলের বাহার
আকর্ষণে তার সবাই যে মাতোয়ারা
ঐ নীলাভ আকাশ নক্ষত্ররাজি তারা
স্নিগ্ধ শুভ্র চাঁদ, থৈ থৈ সাগর পর্বত পাহাড়।

ঐ মরু সাহারার বুকে যদি না ফুটতো ফুল
পেতাম কি কখনো আল কোরআন
আসতো কি রোজা, নামাজ আযান
সেই ফুলই তো প্রিয় নবী মোহাম্মদ রাসুল।

মন্তব্য ২ টি রেটিং +২/-০

মন্তব্য (২) মন্তব্য লিখুন

১| ০৩ রা জুলাই, ২০১৫ দুপুর ২:০১

হেলাল উদ্দীন বলেছেন: সব কিছুর মূল ,,,সব কিছুর মূল ,,,
মুহম্মদ রাসুল,,,
মুহম্মদ রাসুল,,,

২| ০৩ রা জুলাই, ২০১৫ বিকাল ৩:২০

সাইদুর রহমান বলেছেন: অসংখ্য ধন্যবাদ হেলাল উদ্দীন।
অনেক শুভেচ্ছা।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.