| নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
সাইদুর রহমান
লিখতে পছন্দ করি স্কুল জীবন থেকেই। আমার কাব্য গ্রন্থ 'শিকড়ের সন্ধান' প্রকাশিত হয়েছে ২০১৫ সালে।

(শিশু রাজনকে উৎসর্গ)
আহা রাজন, কত নিষ্ঠুর এই ভুবন
কত উড়বে ডানা মেলেছিল স্বপন;
চোখ ফেটে এলো জল
নর পশুতে এত জঘন্য কাম অনল
শ্রেষ্ঠ মানুষে আজি পশুর রক্ত ঢল।
অহরহ আনাচে কানাচে এই দিনে
ঘটে বীভৎস মৃত্যু নিভৃতে নির্জনে;
হচ্ছে কত না পুকুর চুরি
না সাজা, নেই তাদের গলায় দড়ি,
তারা যে কর্ণধার আজ সমাজেরই।
তের বছরের উজ্জ্বল কিশোর তুমি
চুরির দায়ে ছেড়ে গেলে স্বপ্ন ভূমি;
কি নিষ্ঠুর ঘৃণ্য বর্বরতা
কুকর্মে অসম্মতি তোমার এ দৃঢ়তা
পেলো যন্ত্রনা, পেলে না মানবতা।
তুমি ছিলে এই কাননে, ফুটন্ত ফুল
ভরে গেলে শূন্যতায় মায়ের কোল;
পাবেই তুমি সুবিচার
নরপশুদের বাঁচায় তবে সাধ্য কার
পৃথিবীটা যে স্নেহময়ী ঐ বিধাতার।
The young boy, Rajon was beaten
to death by a gang of men
July 13, 2015
©somewhere in net ltd.
১|
১৫ ই জুলাই, ২০১৫ রাত ১১:২৬
প্রামানিক বলেছেন: চমৎকার কবিতা