নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

স্কুল জীবন থেকেই লেখালিখি করি। বর্তমানে বিদেশে কর্মরত। আমার কাব্যগ্রন্থ 'শিকড়ের সন্ধান' প্রকাশ পেয়েছে ২০১৫ সালে।

লেখালিখি, খেলাধুলা, ভ্রমণ। আমার কাব্যগ্রন্থ \'শিকড়ের সন্ধান\' প্রকাশিত হয়েছে ২০১৫ সালে।

সাইদুর রহমান

লিখতে পছন্দ করি স্কুল জীবন থেকেই। আমার কাব্য গ্রন্থ 'শিকড়ের সন্ধান' প্রকাশিত হয়েছে ২০১৫ সালে।

সাইদুর রহমান › বিস্তারিত পোস্টঃ

কেমন বাবা তুমি

০৫ ই মার্চ, ২০১৬ রাত ২:৫৯


কেমন বাবা তুমি, জন্ম নিলে ভুবনে
ঔরসজাত সন্তানের ছিলে বিশ্বাস
শুধু কি তাই, ছিলে স্বপন আশ্বাস
কে আর আপন তাদের এই কাননে ?

নিষ্ঠুর অপ্রেম, অন্তরে জানোয়ার শ্বাস
দিবে অখল প্রাণখানি মৃত্যু কোলে
করবে নিক্ষেপ গভীর অতল জলে
ষাট ফুট নীচে কচি হৃদয়ের অবিশ্বাস।

আহা সে কি মৃত্যু, ভয়েই তো অজ্ঞান
তারপর কি ? জলেতে শ্বাসরোধ
সরলতার শাস্তি পায় শিশু অবোধ
তুমি যে শয়তান বুঝে নাই নির্মল প্রাণ।

জগতে বিচার ওই ফাঁসি নয় কারারুদ্ধ
নয়ত মুক্তি আঙ্গুল ঘোরে পয়সায়
মত্ত আবার ঐ শকুন নৃত্য হাসায়
ঝরেছে ফুল বাড়ছে দিকে দিকে দূর্গন্ধ।

তবে এ সত্যি, বিধির কর্তৃত্ব ধরাধামে
পিশাচ তুমি পাবে না ছাড় দরবারে
গগন ফাটা চিৎকার পাবে সুবিচার
পাশবিক বর্বরতা দেখালে ছলনায় চুমে।

অহরহ কেন যে আজ বীভৎস হিংস্রতা
জবাই করে বাবাও, সোনালি কাল
উদ্ভট দুর্ভিক্ষ যেন মমতার আকাল
পশুর রাজ হতে, তবে কি দূরে নয় তা।

মন্তব্য ৫ টি রেটিং +২/-০

মন্তব্য (৫) মন্তব্য লিখুন

১| ০৫ ই মার্চ, ২০১৬ সকাল ৮:১২

সোজোন বাদিয়া বলেছেন: ভাই সাইদুর, মনে হচ্ছে আপনি একটি গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে লিখছেন কিন্তু আমি ঠিক বুঝতে পারছি না। কোনো লেখা যদি পাঠক বুঝতেই না পারলো তাহলে লিখে কী লাভ? অবশ্যই বলতে পারেন, আমার মতো নির্বোধ পাঠক আপনাদের প্রয়োজন নেই। ধন্যবাদ।

০৬ ই মার্চ, ২০১৬ রাত ১:২৫

সাইদুর রহমান বলেছেন: না ভাই, আমিও হয়ত ঠিক মত লিখতে পারি নি।
অনেক ধন্যবাদ আপনাকে।

২| ০৫ ই মার্চ, ২০১৬ বিকাল ৩:৪৯

বিজন রয় বলেছেন: ভাল লাগল লেখাটি।
++++

০৬ ই মার্চ, ২০১৬ রাত ১:২৭

সাইদুর রহমান বলেছেন: অসংখ্য ধন্যবাদ বিজন রয়। শুভ কামনা।

৩| ০৬ ই মার্চ, ২০১৬ রাত ১:৩৪

কথাকথিকেথিকথন বলেছেন: কবিতা ভাল লেগেছে ।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.