নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

স্কুল জীবন থেকেই লেখালিখি করি। বর্তমানে বিদেশে কর্মরত। আমার কাব্যগ্রন্থ 'শিকড়ের সন্ধান' প্রকাশ পেয়েছে ২০১৫ সালে।

লেখালিখি, খেলাধুলা, ভ্রমণ। আমার কাব্যগ্রন্থ \'শিকড়ের সন্ধান\' প্রকাশিত হয়েছে ২০১৫ সালে।

সাইদুর রহমান

লিখতে পছন্দ করি স্কুল জীবন থেকেই। আমার কাব্য গ্রন্থ 'শিকড়ের সন্ধান' প্রকাশিত হয়েছে ২০১৫ সালে।

সাইদুর রহমান › বিস্তারিত পোস্টঃ

বঙ্গবন্ধু স্মরণে

০৭ ই মার্চ, ২০১৭ বিকাল ৩:০১


কে তুমি বার বার বল যেন লিখি
বাংলার ঐ রক্ত ইতিহাস;
কাঁপে হাত সজল হয় দু’টি আঁখি
হই নির্বাক থেমে যায় শ্বাস।

৭ই মার্চে দিলেন বজ্র ডাক যিনি
উদ্বুদ্ধ হলো সারা দেশ;
হৃদে সব, জ্বলে উঠে বারুদ অগ্নি
হায়েনা পুড়ে হয় শেষ।

যেন তোমার যাদু মন্ত্রে হৃদয় ভরি
সবাই ছুটে গেল মাঠে;
মুক্ত করে দেশ রক্তক্ষয়ী যুদ্ধ করি
মৃত্যু পরোয়া করেনি মোটে।

তুমিই তো বাংলার, জাতির জনক
মোরা পুত্রসম বিশ্বাসভাজন;
অতুর্কিতে তবু পিশাচ পিতৃঘাতক
করে নিধন বাংলার রতন।

এমন ঘোর পাপে কি যে অভিশাপ
আমরা পাবো নিরবধি;
ফুটতো হাসি মুছে যেত কালিছাপ
তুমি ফিরে আসতে যদি।

মার্চ ৭, ২০১৭

মন্তব্য ২ টি রেটিং +৩/-০

মন্তব্য (২) মন্তব্য লিখুন

১| ০৭ ই মার্চ, ২০১৭ সন্ধ্যা ৬:৫২

নাঈম জাহাঙ্গীর নয়ন বলেছেন: অসাধারণ কবিতা। ঐতিহাসিক দিনে ঐতিহাসিক কবিতা পড়লাম ভাই। খুব সুন্দর হয়েছে।

শুভকামনা সবসময়।

০৮ ই মার্চ, ২০১৭ বিকাল ৪:৫০

সাইদুর রহমান বলেছেন: অসংখ্য ধন্যবাদ ও শুভেচ্ছা।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.