নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

স্কুল জীবন থেকেই লেখালিখি করি। বর্তমানে বিদেশে কর্মরত। আমার কাব্যগ্রন্থ 'শিকড়ের সন্ধান' প্রকাশ পেয়েছে ২০১৫ সালে।

লেখালিখি, খেলাধুলা, ভ্রমণ। আমার কাব্যগ্রন্থ \'শিকড়ের সন্ধান\' প্রকাশিত হয়েছে ২০১৫ সালে।

সাইদুর রহমান

লিখতে পছন্দ করি স্কুল জীবন থেকেই। আমার কাব্য গ্রন্থ 'শিকড়ের সন্ধান' প্রকাশিত হয়েছে ২০১৫ সালে।

সাইদুর রহমান › বিস্তারিত পোস্টঃ

এক ঝাঁক হাইকু ২৯

০৮ ই মার্চ, ২০১৭ বিকাল ৪:৫৫

(জাপানে প্রচলিত ‘হাইকু’ জাপানি কবিতা)

এক
জীবন আর
স্বর্গ নরক যেন
এ বারংবার।

দুই
শিশির কণা
প্রেম ঘাসে, পাল্টে রং
দেখায় সোনা।

তিন
কত কাকুতি
এ হৃদয় মন্দিরে
হাসে নিয়তি।

চার
তুমি কাতর
উপাসনা প্রার্থনা
সে তো পাথর।

পাঁচ
কি ছুটাছুটি
জগতে মানুষের
শেষে ঐ মাটি।

ছয়
এলে বসন্ত
প্রকৃতি কি বর্ণিল
বড্ড অশান্ত।

মন্তব্য ৪ টি রেটিং +১/-০

মন্তব্য (৪) মন্তব্য লিখুন

১| ০৮ ই মার্চ, ২০১৭ বিকাল ৫:২০

কাজী ফাতেমা ছবি বলেছেন: সুন্দর

০৮ ই মার্চ, ২০১৭ রাত ৯:২৭

সাইদুর রহমান বলেছেন: অসংখ্য ধন্যবাদ ও শুভেচ্ছা কাজী ফাতেমা ছবি।

২| ০৮ ই মার্চ, ২০১৭ রাত ১১:৫২

সুমন কর বলেছেন: ভালো হয়েছে।

০৯ ই মার্চ, ২০১৭ বিকাল ৪:৪৪

সাইদুর রহমান বলেছেন: অসংখ্য ধন্যবাদ সুমন কর।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.