নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

স্কুল জীবন থেকেই লেখালিখি করি। বর্তমানে বিদেশে কর্মরত। আমার কাব্যগ্রন্থ 'শিকড়ের সন্ধান' প্রকাশ পেয়েছে ২০১৫ সালে।

লেখালিখি, খেলাধুলা, ভ্রমণ। আমার কাব্যগ্রন্থ \'শিকড়ের সন্ধান\' প্রকাশিত হয়েছে ২০১৫ সালে।

সাইদুর রহমান

লিখতে পছন্দ করি স্কুল জীবন থেকেই। আমার কাব্য গ্রন্থ 'শিকড়ের সন্ধান' প্রকাশিত হয়েছে ২০১৫ সালে।

সাইদুর রহমান › বিস্তারিত পোস্টঃ

আসলে কি চিনি ?

০৯ ই মার্চ, ২০১৭ বিকাল ৪:৪৮


সবাই চিনি তারে, আসলে কি চিনি ? 
দাবদাহে বা যখন ঐ সে রিমিঝিমি; 
কি কষ্ট ঘাম, তবু আশায় বুক বাঁধে 
অতীব বরিষণে আবার হৃদয় কাঁদে; 
শিশির কণায় ছেয়ে আকাশ বাতাস 
কারো উল্লাস, তাদের তবে হাহুতাশ। 

সারা জীবন চলাফেরা ফকির বেশে 
গায়ে অনিবার ধূলি কাদা তবু হাসে; 
লাঙ্গল কাঁধে প্রত্যহ সোনালি প্রাতে 
মশগুল কত না হাড়ভাঙ্গা খাটুনিতে; 
ফলায় সোনার ফসল, বারোটি মাস 
পায় না এক মুঠো ভাত রয় উপবাস। 

যারা বিলাসে রয় না এ মাটির পাশে 
দুঃখ দৈন্য কি নির্মম, বুঝবে কিসে ? 
কুঁড়ে কুঁড়ে খায়, প্লাবন, বৈশাখী ঝড় 
করে তছনছ, ছারখার তার কুঁড়েঘর; 
রৌদ্রে পুড়ে বৃষ্টিতে ভিজে ঐ সেবক 
সেতো এ দেশের দরিদ্র মহান কূষক।

মন্তব্য ৩ টি রেটিং +১/-০

মন্তব্য (৩) মন্তব্য লিখুন

১| ০৯ ই মার্চ, ২০১৭ বিকাল ৪:৫৩

ওমেরা বলেছেন: চিন্তায় ফেলে দিলেন তো আসলেই কি আমি চিনি তাকে !!

২| ০৯ ই মার্চ, ২০১৭ বিকাল ৫:২৯

বিজন রয় বলেছেন: হা হা হা .....
ছবিতে কে কে?

সেতো এ দেশের দরিদ্র মহান কূষক।

৩| ০৯ ই মার্চ, ২০১৭ বিকাল ৫:৪৪

কাজী ফাতেমা ছবি বলেছেন: খুব সুন্দর
আমার দেশকে যেমন ভালবাসি তেমনি আমার দেশে যারা সোনা ফলায় তাদেরকেও ভাল বাসি খুব বাসি

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.