নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

স্কুল জীবন থেকেই লেখালিখি করি। বর্তমানে বিদেশে কর্মরত। আমার কাব্যগ্রন্থ 'শিকড়ের সন্ধান' প্রকাশ পেয়েছে ২০১৫ সালে।

লেখালিখি, খেলাধুলা, ভ্রমণ। আমার কাব্যগ্রন্থ \'শিকড়ের সন্ধান\' প্রকাশিত হয়েছে ২০১৫ সালে।

সাইদুর রহমান

লিখতে পছন্দ করি স্কুল জীবন থেকেই। আমার কাব্য গ্রন্থ 'শিকড়ের সন্ধান' প্রকাশিত হয়েছে ২০১৫ সালে।

সাইদুর রহমান › বিস্তারিত পোস্টঃ

ফিরে আসবে মুজিব

১৫ ই আগস্ট, ২০১৭ সন্ধ্যা ৭:৪০


রক্ত কালিতে লেখা শোকের দিনটি
প্রতিবার ঘুরে ফিরে আসে আগষ্ট পনেরো;
কাঁদে আকাশ বাতাস বাংলার মাটি
বন্ধুসম জাতির পিতা, ছিল না আর কারো।

কি ভয়াল কত নিষ্ঠুর ছিল সে রাত
ঘাতক পশুদের কত নির্মম, সে ঔদ্ধত্বপনা;
বঙ্গবন্ধুর প্রাণবধেও কাঁপেনি হাত
কেঁদে উঠেছিল প্রকৃতি জনপদের ধূলিকণা।

তাঁরই বজ্র ডাকে আবালবৃদ্ধবনিতা
দু’বার ভাবেনি, নেমে এলো রক্ত রণমাঠে;
ছিনিয়ে আনে এ বাংলার স্বাধীনতা
বাংলার ঘরে ঘরে দীপ্ত হাসিতে ভরে উঠে।

আজো জনতা কাঁদে, হৃদয়ে বিশ্বাস
ফিরে আসবে মুজিব দাঁড়াবে আবার পাশে;
ফেটে পড়বে কৃষাণে আনন্দ উচ্ছ্বাস
সোনার বাংলা তোমার, গড়বে মিলে মিশে।

বড় কষ্ট লাগে ফেটে যায় হৃদয়খানি
কেহ করবে না নিপাত, বলতে তুমি সতত;
উদার অন্তর তোমার, মমতার খনি
বদলা পেলে প্রেমের, বাংলা হলো কলুষিত।

মন্তব্য ২ টি রেটিং +০/-০

মন্তব্য (২) মন্তব্য লিখুন

১| ১৫ ই আগস্ট, ২০১৭ সন্ধ্যা ৭:৫৫

চাঁদগাজী বলেছেন:


উনি রেখে গেছেন "বাকশাল"এর আইডিয়া; আপনি পক্ষে, বিপক্ষে?

২| ১৫ ই আগস্ট, ২০১৭ রাত ৯:১৫

মাহমুদ আল ইমরোজ বলেছেন: চমৎকার লিখেছেন ভাই...

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.