নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

স্কুল জীবন থেকেই লেখালিখি করি। বর্তমানে বিদেশে কর্মরত। আমার কাব্যগ্রন্থ 'শিকড়ের সন্ধান' প্রকাশ পেয়েছে ২০১৫ সালে।

লেখালিখি, খেলাধুলা, ভ্রমণ। আমার কাব্যগ্রন্থ \'শিকড়ের সন্ধান\' প্রকাশিত হয়েছে ২০১৫ সালে।

সাইদুর রহমান

লিখতে পছন্দ করি স্কুল জীবন থেকেই। আমার কাব্য গ্রন্থ 'শিকড়ের সন্ধান' প্রকাশিত হয়েছে ২০১৫ সালে।

সাইদুর রহমান › বিস্তারিত পোস্টঃ

নববর্ষের শুভেচ্ছা

৩১ শে ডিসেম্বর, ২০১৭ দুপুর ১২:৪৬


অঢেল স্বপ্ন নিয়ে ফিরে এলো আবারো
একটি নূতন বছর, আঠারো;
আছে ওতে বীজ আকাঙ্ক্ষার নতুনত্বের
প্রতিদিন সোনালি প্রভাতের।

ঐ শোনো রাতের শেষে ভোরের আযান
পাখিদের কলরব কলতান;
কাননে ফুটেছে কত ফুল সৌরভে ভরা
চারিপাশ কত আকুল করা।

ভুলে যাও পিছনের সকল দুঃখ কষ্ট গ্লানি
মুছে ফেলো এখন অশ্রুখানি;
জেগে উঠো এলো যে রঙিন নূতন ভোর
কেটে যাক সব কালো ঘোর।

চলো হাটি এবার, অচেনা এক নূতন পথে
সততার সাথে একাগ্র চিত্তে;
এসো ঢেলে দিই স্নেহ প্রেম সকলের তরে
ভরে যাক হৃদয় খুশির ঝড়ে।

হোক সকলের জীবনে মধুময় বর্ণিল সাজ
হোক বর্ষখানির শুরুটা আজ;
পূর্ণ হোক সকলের আশা, মুখে মিষ্টি হাসি
আমারও শুভেচ্ছা, রাশি রাশি।

মন্তব্য ৫ টি রেটিং +১/-০

মন্তব্য (৫) মন্তব্য লিখুন

১| ৩১ শে ডিসেম্বর, ২০১৭ দুপুর ১২:৫২

সেলিম আনোয়ার বলেছেন: সুন্দর। নববর্ষের অগ্রিম শুভেচ্ছা ।

আপনার কবিতায় অুনপ্রাণিত হয়ে ব্লগ আগে থেকে ২০১৮ সাল লিখে নতুন বছরের শুভেচ্ছা জানিয়েছে । !:#P

২| ৩১ শে ডিসেম্বর, ২০১৭ দুপুর ১:১১

নাঈমুর রহমান আকাশ বলেছেন:

৩| ৩১ শে ডিসেম্বর, ২০১৭ দুপুর ২:০৯

বিজন রয় বলেছেন: বিদায় ২০১৭, স্বাগতম ২০১৮,......... নতুনের শুভেচ্ছা রইল।

৪| ৩১ শে ডিসেম্বর, ২০১৭ দুপুর ২:৩৭

ধ্রুবক আলো বলেছেন: কবিতা ভালো লেগেছে। নতুন বছরের শুভ কামনা রইলো।

৫| ৩১ শে ডিসেম্বর, ২০১৭ বিকাল ৩:৫৮

রাজীব নুর বলেছেন: সুন্দর কবিতা।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.