নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

স্কুল জীবন থেকেই লেখালিখি করি। বর্তমানে বিদেশে কর্মরত। আমার কাব্যগ্রন্থ 'শিকড়ের সন্ধান' প্রকাশ পেয়েছে ২০১৫ সালে।

লেখালিখি, খেলাধুলা, ভ্রমণ। আমার কাব্যগ্রন্থ \'শিকড়ের সন্ধান\' প্রকাশিত হয়েছে ২০১৫ সালে।

সাইদুর রহমান

লিখতে পছন্দ করি স্কুল জীবন থেকেই। আমার কাব্য গ্রন্থ 'শিকড়ের সন্ধান' প্রকাশিত হয়েছে ২০১৫ সালে।

সাইদুর রহমান › বিস্তারিত পোস্টঃ

সময়ের রং

২১ শে জানুয়ারি, ২০১৯ দুপুর ১:৪৭

দূর থেকে আসছে যে ভেসে
বুনো শিয়ালের হাঁক;
অলিগলির ঐ মোড়ে মোড়ে
শুনি কত কুকুরের ডাক।

কয়জনেরই বা থাকে তবে
রুটি রুজির আয়োজন ?
দোকানির হিসেব খাতায়
দেনার অঙ্ক থাকেই লিখন।

দুশ্চিন্তা ঘুরপাক খায় মগজে
কবে ধারদেনা মিটিয়ে দেব;
প্রতিদিন মনে জাগে আশা
কাল হয়ত একটা কাজ পাব।

ওষধের দোকানির প্রশ্ন
কি মশাই, আছেন ভালো ?
শুনি, রাতে প্রহরীর বাঁশি
যদিও সেথা আলোয় আলো।

সময় কখনো নেই থেমে
কেউ নিশ্চিন্ত কেউ শান্তি শয়নে;
তবে কেউ আর তুমি আমি
শুধু যে রত স্বপ্ন জাল বুননে।

নিদ্রার ভান করি প্রতিদিন
শুইয়ে শুইয়ে দেখি আড়চোখে;
ঘর্মাক্ত মুখে মালতির ফেরা
বাবুকে স্কুলে রেখে অশ্রুচোখে।

মন্তব্য ৩ টি রেটিং +১/-০

মন্তব্য (৩) মন্তব্য লিখুন

১| ২১ শে জানুয়ারি, ২০১৯ দুপুর ১:৫৪

রাজীব নুর বলেছেন: সহজ সরল খুব সুন্দর কবিতা।

২| ২১ শে জানুয়ারি, ২০১৯ দুপুর ২:৩১

নজসু বলেছেন:



ঘুম ভেঙে গেলে স্বপ্ন ভঙ্গ হয় কবি।

৩| ২১ শে জানুয়ারি, ২০১৯ বিকাল ৩:২৯

সাইন বোর্ড বলেছেন: ভাল লাগল অনুভবের কথা ।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.