নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

স্কুল জীবন থেকেই লেখালিখি করি। বর্তমানে বিদেশে কর্মরত। আমার কাব্যগ্রন্থ 'শিকড়ের সন্ধান' প্রকাশ পেয়েছে ২০১৫ সালে।

লেখালিখি, খেলাধুলা, ভ্রমণ। আমার কাব্যগ্রন্থ \'শিকড়ের সন্ধান\' প্রকাশিত হয়েছে ২০১৫ সালে।

সাইদুর রহমান

লিখতে পছন্দ করি স্কুল জীবন থেকেই। আমার কাব্য গ্রন্থ 'শিকড়ের সন্ধান' প্রকাশিত হয়েছে ২০১৫ সালে।

সাইদুর রহমান › বিস্তারিত পোস্টঃ

নববর্ষের মোনাজাত

০১ লা জানুয়ারি, ২০২০ সকাল ১০:৪৩


নববর্ষের মোনাজাত
-সাইদুর রহমান

দেখতে দেখতে এসে গেলো দু’হাজার কুড়ি
সকলের আশা আসবে এবার প্রশান্তির ঝুড়ি;
বিগত বছরের না পাওয়ার কত যে অসন্তোষ
অগণিত মানব হৃদয় অন্তরে উবে গেছে হুঁশ।

কত কষ্টে ছিল মানুষ, বন্যার অসহ উপদ্রব
কেউ হারিয়েছে স্বজন হারিয়েছে অর্জন সব;
কখনো বা ভাঙ্গনে, গেছে গরিবের ঘরবাড়ি
কেহ তবে কুড়িয়েছে ধন সম্পদ কাড়ি কাড়ি।

কেহ হয়ত অসৎ পথে পেয়েছো অজস্র ধন
কারো তবে দৈন্য দশায় ভেঙ্গে খানখান মন;
পোহাতে হয়েছে দুর্ঘটনা সেকি যন্ত্রণা দুর্দশা
কারো গেছে পা হাত চোখ, সে বেহাল দশা।

এবার সাথে যে বসন্ত, হয়ত হবে রঙিন বর্ষ
আইবুড়ো সবার মনে জেগেছে অঢেল হর্ষ;
পিছিয়ে পড়া মানুষের মনেও খুলবে দিগন্ত
যারা বিফল আর যারা বছরজুড়ে আশাহত।

মনে কারো না থাকুক জটিলতা দ্বিধা ও দ্বন্ধ
ষড়রিপু নিধনে, সবার জীবনে আসুক ছন্দ;
সকল জীবনেই যেন আসে সোনালি প্রভাত
কোটি কোটি মানুষের এই হোক মোনাজাত।

মন্তব্য ৫ টি রেটিং +১/-০

মন্তব্য (৫) মন্তব্য লিখুন

১| ০১ লা জানুয়ারি, ২০২০ সকাল ১০:৫৬

ইসিয়াক বলেছেন: হ্যাপি নিউ ইয়ার ২০২০ ভাইয়া।

২| ০১ লা জানুয়ারি, ২০২০ সকাল ১১:১৩

আলমগীর সরকার লিটন বলেছেন: বেশ ছন্দময়
শুভ নববর্ষের ২০২০ লাল গোলাপের শুভেচ্ছা জানাই

৩| ০১ লা জানুয়ারি, ২০২০ বিকাল ৪:২৫

রাজীব নুর বলেছেন: আল্লাহ মোনাজাত কবুল করুক।

৪| ০১ লা জানুয়ারি, ২০২০ সন্ধ্যা ৬:৩৬

নার্গিস জামান বলেছেন: সুন্দর :)

৫| ০২ রা জানুয়ারি, ২০২০ সন্ধ্যা ৭:০৯

সাইদুর রহমান বলেছেন: আপনাদের সবাইকে নতুন বছরের অনেক অনেক শুভেচ্ছা ও ভালোবাসা।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.