নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

স্কুল জীবন থেকেই লেখালিখি করি। বর্তমানে বিদেশে কর্মরত। আমার কাব্যগ্রন্থ 'শিকড়ের সন্ধান' প্রকাশ পেয়েছে ২০১৫ সালে।

লেখালিখি, খেলাধুলা, ভ্রমণ। আমার কাব্যগ্রন্থ \'শিকড়ের সন্ধান\' প্রকাশিত হয়েছে ২০১৫ সালে।

সাইদুর রহমান

লিখতে পছন্দ করি স্কুল জীবন থেকেই। আমার কাব্য গ্রন্থ 'শিকড়ের সন্ধান' প্রকাশিত হয়েছে ২০১৫ সালে।

সাইদুর রহমান › বিস্তারিত পোস্টঃ

একে অপরের হাতে হাত রাখি

১৪ ই ফেব্রুয়ারি, ২০২০ সন্ধ্যা ৭:০০


একে অপরের হাতে হাত রাখি
-সাইদুর রহমান

এবার যেন ভালোবাসা দিবস আর বসন্ত
এসেছে একে অপরের হাতে হাত রাখি;
কুয়াশার আঁচল সরিয়ে বসুধার মুখখানি
সোনালি রোদে করছে তাই ঝিকিমিকি।

শীতের অত্যাচারে মৃত প্রায় ধরার বুকে
ফিরে এলো প্রাণ যেন উষ্ণতার সঞ্চার;
তাই শিমুল পলাশ অশোকে শাখা ভরে
দেখো লাল লাল ফুলের অঢেল সম্ভার।

মাঝে মাঝে দমকা হাওয়ায় দুলে উঠে
কুসুমশোভিত নতুন কিশলয় তরুলতা;
পুরনো পৃথিবী পেয়েছে যেন নব জীবন
চারিদিকে রঙিন সাজ দারুণ সজীবতা।

পহেলা ফাগুনে ও ভালোবাসা দিবসে
শুধু যেন কবিতা গান সবার মুখে মুখে;
প্রিয়তমার হাত ধরে কিংবা পাশে বসে
শুধু বুনছে স্বপ্ন ভবিষ্যতের ছবি এঁকে।

চারিদিকে পিঠা উৎসব ও বসন্ত বরণ
কত গাঁদা ফুল লাল গোলাপের বাহার;
হলুদ লালে সাজগোজ কত আয়োজন
মধুর বসন্তে দৃঢ় প্রত্যয়, ভালোবাসার।

ফেব্রুয়ারী ১৪, ২০২০

মন্তব্য ৬ টি রেটিং +১/-০

মন্তব্য (৬) মন্তব্য লিখুন

১| ১৪ ই ফেব্রুয়ারি, ২০২০ সন্ধ্যা ৭:২১

:):):)(:(:(:হাসু মামা বলেছেন: ভালো লাগল ।

১৪ ই ফেব্রুয়ারি, ২০২০ রাত ৮:৩৭

সাইদুর রহমান বলেছেন: অনেক ধন্যবাদ ও ফাগুনের শুভেচ্ছা।

২| ১৪ ই ফেব্রুয়ারি, ২০২০ সন্ধ্যা ৭:২৮

রাজীব নুর বলেছেন: সহজ সরল সুন্দর কবিতা।

১৪ ই ফেব্রুয়ারি, ২০২০ রাত ৮:৩৮

সাইদুর রহমান বলেছেন: সংখ্য ধন্যবাদ ও ফাল্গুনী শুভেচ্ছা।

৩| ১৫ ই ফেব্রুয়ারি, ২০২০ দুপুর ১:১৮

নেওয়াজ আলি বলেছেন: খুবই ভালো ।

১৫ ই ফেব্রুয়ারি, ২০২০ সন্ধ্যা ৬:৫১

সাইদুর রহমান বলেছেন: অনেক ধন্যবাদও ফাল্গুনী শুভেচ্ছা।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.