নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

স্কুল জীবন থেকেই লেখালিখি করি। বর্তমানে বিদেশে কর্মরত। আমার কাব্যগ্রন্থ 'শিকড়ের সন্ধান' প্রকাশ পেয়েছে ২০১৫ সালে।

লেখালিখি, খেলাধুলা, ভ্রমণ। আমার কাব্যগ্রন্থ \'শিকড়ের সন্ধান\' প্রকাশিত হয়েছে ২০১৫ সালে।

সাইদুর রহমান

লিখতে পছন্দ করি স্কুল জীবন থেকেই। আমার কাব্য গ্রন্থ 'শিকড়ের সন্ধান' প্রকাশিত হয়েছে ২০১৫ সালে।

সাইদুর রহমান › বিস্তারিত পোস্টঃ

প্রতিশোধ

২৬ শে মার্চ, ২০২০ বিকাল ৩:১০

অবশেষে কি নিষ্ঠুর প্রতিশোধ
নিয়েই নিলো প্রকৃতি;
ক্ষুদ্র একটি করোনা ভাইরাসে
বিশ্ব জুড়ে এত ভীতি।

আসলে মানুষ আজ অবিমৃশ্য
বন কেটে বানায় নগর;
তাই যে বিশ্ব এখন এত উষ্ণ
নদী ভরে গড়ে বাড়িঘর।

মাটি আমাদের দেয় কত কিছু
বুক চিঁড়েই তবু প্রাসাদ;
তবু পাই গ্যাস তেল বহু কিছু
তার বুকেই শস্য আবাদ।

রক্ষক না হয়ে মানুষেরা যেন
এখন প্রকৃতিরই ভক্ষক;
যার খাই পরি ভাবিনা কখনো
সে বোবা, নয় আহাম্মক।

চলছে গোটা বিশ্বে নীরব যুদ্ধ
বোমা নেই, নেই কামান;
প্রকৃতি হয়েছে, এতটাই ক্ষুব্ধ
গোটা পৃথিবীই কম্পমান।

যত অভাব অনটন প্রাণীদের
করে পূরণ সে প্রকৃতি;
তবু আরো চাই শুধু মানুষের
না হয় কখনো তৃপ্তি।

তবে, খুব বেশী কিছুই তো না
প্রকৃতির নিয়মে চলি;
আবার হবে ব্যারাকে করোনা
আর কেহ হবে না বলী।

মন্তব্য ৬ টি রেটিং +১/-০

মন্তব্য (৬) মন্তব্য লিখুন

১| ২৬ শে মার্চ, ২০২০ বিকাল ৩:১২

নেওয়াজ আলি বলেছেন: সুন্দর লেখা। পড়ে অভিভূত l

২৬ শে মার্চ, ২০২০ বিকাল ৩:১৬

সাইদুর রহমান বলেছেন: অসংখ্য ধন্যবাদ নেওয়াজ আলি ভাই। ভালো থাকুন।

২| ২৬ শে মার্চ, ২০২০ বিকাল ৫:২২

ইসিয়াক বলেছেন: চমৎকার

২৬ শে মার্চ, ২০২০ রাত ৮:১০

সাইদুর রহমান বলেছেন: অসংখ্য ধন্যবাদ ভাই ইসিয়াক। ভালো থাকুন এই কামনা।

৩| ২৬ শে মার্চ, ২০২০ রাত ৯:০৮

রাজীব নুর বলেছেন: খুব ভালো।

২৮ শে মার্চ, ২০২০ দুপুর ১২:৫৫

সাইদুর রহমান বলেছেন: অসংখ্য ধন্যবাদ ভাই রাজীব নুর। ভালো থাকবেন।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.