নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

স্কুল জীবন থেকেই লেখালিখি করি। বর্তমানে বিদেশে কর্মরত। আমার কাব্যগ্রন্থ 'শিকড়ের সন্ধান' প্রকাশ পেয়েছে ২০১৫ সালে।

লেখালিখি, খেলাধুলা, ভ্রমণ। আমার কাব্যগ্রন্থ \'শিকড়ের সন্ধান\' প্রকাশিত হয়েছে ২০১৫ সালে।

সাইদুর রহমান

লিখতে পছন্দ করি স্কুল জীবন থেকেই। আমার কাব্য গ্রন্থ 'শিকড়ের সন্ধান' প্রকাশিত হয়েছে ২০১৫ সালে।

সাইদুর রহমান › বিস্তারিত পোস্টঃ

আমরা হারবো না

৩০ শে মার্চ, ২০২০ সকাল ১১:৪৫



আবারো যুদ্ধ আমরা হারবো না
প্রতিপক্ষ কোভিড-উনিশ
তোরা সব্বাই ঘরে থাকিস
পালাতে বাধ্য ভয়াবহ করোনা।

আমরা বাঙালী হারতে জানি না
আসুক না কোভিড-উনিশ
কিছু ছুঁলেই হাত ধুয়ে নিস
দেখিস, পালাতে বাধ্য করোনা।

বাঙালীরা কিছুতেই পায় না ভয়
জানিস এ কোভিড-উনিশ
মুখে যার গাদা গাদা বিষ
সামাজিক দূরত্ব ওর পছন্দ নয়।

তোরা তাই দূরে দূরেই থাকিস
হৃদয়খানি হবে লাগালাগি
কষ্টগুলো করিস ভাগাভাগি
দেখবে, উধাও কোভিড-উনিশ।

যারা তবে দিন আনে দিনে খায়
ওদের ঘরে নেই ভাত
যারা পারিস বাড়াস হাত
দেখিস করোনা কি দ্রুত পালায়।

মন্তব্য ৬ টি রেটিং +২/-০

মন্তব্য (৬) মন্তব্য লিখুন

১| ৩০ শে মার্চ, ২০২০ সকাল ১১:৫৪

সেলিম আনোয়ার বলেছেন: সুন্দর।+

৩০ শে মার্চ, ২০২০ দুপুর ১২:০৮

সাইদুর রহমান বলেছেন: সংখ্য ধন্যবাদ ভাই সেলিম আনোয়ার। ভালো থাকবেন।

২| ৩০ শে মার্চ, ২০২০ দুপুর ১২:৩৮

হাসান কালবৈশাখী বলেছেন: - - সুন্দর!

চীন কঠিন ব্যাবস্থা নিতে পেরেছে, করোনা টেষ্টের নামে অযথা ছুটাছুটি না করে ৩ সপ্তাহের বেশি মানুষকে কার্ফিউর মত পিটিয়ে ঘরবন্দি রাখতে সক্ষম হয়েছে। যার ফলে যারা করোনা ক্যারিয়ার ৭দিনে হয় ইনফেক্টেড হয়ে বাকি দিনে ভাল হয়ে গেছে নতুবা অল্পকিছু মারা গেছে। কিন্তু এই ৩ সপ্তাহে মরে-বেচে সমগ্র কমুনিটি করোনা মুক্ত হয়েছে।
চীন এখন বাকি বিশ্বকে করোনা মুক্তির পথ দেখাচ্ছে।

৩| ৩০ শে মার্চ, ২০২০ দুপুর ১২:৪৭

রাজীব নুর বলেছেন: এই দুনিয়াতে সবচেয়ে ক্ষমতাধর মানুষ।
মানুষের সাথে কেউ পারবে না। ভাইরাস তো অতি তুচ্ছ ব্যাপার।

৪| ৩০ শে মার্চ, ২০২০ দুপুর ১২:৫৮

ফয়সাল রকি বলেছেন: সবাইকে এগিয়ে আসতে হবে নিজ নিজ অবস্থান থেকে, তাহলেই কেবল জয় সম্ভব।

৫| ৩০ শে মার্চ, ২০২০ দুপুর ১:২৬

নেওয়াজ আলি বলেছেন: মন আন্দোলিত হল। উপভোগ্য পড়া।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.