নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

স্কুল জীবন থেকেই লেখালিখি করি। বর্তমানে বিদেশে কর্মরত। আমার কাব্যগ্রন্থ 'শিকড়ের সন্ধান' প্রকাশ পেয়েছে ২০১৫ সালে।

লেখালিখি, খেলাধুলা, ভ্রমণ। আমার কাব্যগ্রন্থ \'শিকড়ের সন্ধান\' প্রকাশিত হয়েছে ২০১৫ সালে।

সাইদুর রহমান

লিখতে পছন্দ করি স্কুল জীবন থেকেই। আমার কাব্য গ্রন্থ 'শিকড়ের সন্ধান' প্রকাশিত হয়েছে ২০১৫ সালে।

সাইদুর রহমান › বিস্তারিত পোস্টঃ

নেই সে বারুদের গন্ধ

১৩ ই এপ্রিল, ২০২০ দুপুর ১:১৩



যুদ্ধ দেখেছি মানুষে মানুষে
যুদ্ধ হয়েছে দেশে ও দেশে
এ বিশ্বযুদ্ধ মানুষে অদৃশ্যে;

নেই সে বারুদের উগ্র গন্ধ
তবু গোটা পৃথিবী যেন স্তব্দ
মানুষ ঘর বন্দী, কারারুদ্ধ।

আকাশেও উড়ছে না বিমান
অদৃষ্ট বোমায় নিঃশেষ প্রাণ
অস্থির মানুষ চোখ মুখ ম্লান;

পৃথিবীর সব শক্তিধর দেশ
মারণাস্ত্রের যেথা নেই শেষ
সব বিকল নেই আর লেশ।

ক্ষুদ্রাতি ক্ষুদ্র এক ভাইরাস
বিঞ্জানের সে অর্জন উচ্ছ্বাস
গলা টিপেই করছে বিনাশ;

প্রকৃতির মগজে জ্ঞান সুপ্ত
মুহূর্তেই কাবু বিশ্ব, কম্পিত
এত দক্ষ তার সৈন্য সামন্ত।

নিরর্থক সকল দম্ভ, বড়াই
জীবনের যত চরাই উৎরাই
প্রাপ্তি শুধু ঐ মাটির ঘরটাই।

মন্তব্য ৬ টি রেটিং +২/-০

মন্তব্য (৬) মন্তব্য লিখুন

১| ১৩ ই এপ্রিল, ২০২০ দুপুর ১:৪৯

রাজীব নুর বলেছেন: খুব সুন্দর।

১৫ ই এপ্রিল, ২০২০ সকাল ৯:৪৫

সাইদুর রহমান বলেছেন: অনেক ধন্যবাদ। শুভ কামনা রইলো।

২| ১৩ ই এপ্রিল, ২০২০ দুপুর ১:৫৭

নেওয়াজ আলি বলেছেন: ভালো লেগেছে। মন পুলকিত

১৫ ই এপ্রিল, ২০২০ সকাল ৯:৪৩

সাইদুর রহমান বলেছেন: অসংখ্য ধন্যবাদ ভাই। শুভ কামনা রইলো।

৩| ১৩ ই এপ্রিল, ২০২০ বিকাল ৩:২৪

বিজন রয় বলেছেন: মানুষ বুঝতে পারছে সে কত নগণ্য জীব।

কবিতা দারুন সমসাময়িক।

১৫ ই এপ্রিল, ২০২০ সকাল ৯:৪৪

সাইদুর রহমান বলেছেন: অনেক ধন্যবাদ। ভালো থাকবেন।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.