নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

স্কুল জীবন থেকেই লেখালিখি করি। বর্তমানে বিদেশে কর্মরত। আমার কাব্যগ্রন্থ 'শিকড়ের সন্ধান' প্রকাশ পেয়েছে ২০১৫ সালে।

লেখালিখি, খেলাধুলা, ভ্রমণ। আমার কাব্যগ্রন্থ \'শিকড়ের সন্ধান\' প্রকাশিত হয়েছে ২০১৫ সালে।

সাইদুর রহমান

লিখতে পছন্দ করি স্কুল জীবন থেকেই। আমার কাব্য গ্রন্থ 'শিকড়ের সন্ধান' প্রকাশিত হয়েছে ২০১৫ সালে।

সাইদুর রহমান › বিস্তারিত পোস্টঃ

রোদনভরা ঈদ

২৪ শে মে, ২০২০ বিকাল ৫:০৫



দেখো দেখো ঐ আকাশের বুকে
এক ফালি চাঁদের মুখ;
মাহে রমজানের ঐ রোজা শেষে
দিতে এলো ঈদের সুখ।

এবারের ঈদখানি একটু যে ভিন্ন
এখন তো করোনাকাল;
আম্পানেও আবার সব লণ্ড ভণ্ড
হৃদয় সবার টালমাটাল।

হবে না এবার, কোনো করমর্দন
হবে না এবার কোলাকুলি;
আসবে না কাছে, আত্মীয় স্বজন
হবে না রসালাপ প্রাণখুলি।

না কোথাও আড্ডা বা ঘোরাঘুরি
বাড়িতে সবে সারাদিন;
না ছুটাছুটি. না আনন্দ আহামরি
এ ঈদখানি যেন ছন্দহীন।

ঈদের খুশি কখনো হয় না বেশি
যদি না বেঁচে রয় প্রাণ;
করোনা নিয়ে গেছে সকল হাসি
ঘরবাড়ি ভাঙ্গলো আম্পান।

এমনি ঈদ আসবে চলেও যাবে
যেন সময়ের এক বিধান;
হয়ত: কাল ক্ষুব্দ পৃথিবী হাসবে
হবে আমোদ হবে জয়গান।

May 22, 2020

মন্তব্য ৬ টি রেটিং +২/-০

মন্তব্য (৬) মন্তব্য লিখুন

১| ২৪ শে মে, ২০২০ বিকাল ৫:১৬

সাইদুর রহমান বলেছেন: সব্বাইকে আমার আন্তরিক ঈদ মোবারক।

২| ২৪ শে মে, ২০২০ বিকাল ৫:৩১

রাজীব নুর বলেছেন: খুব সুন্দর কবিতা লিখেছেন ভাই সাহেব।

৩| ২৪ শে মে, ২০২০ সন্ধ্যা ৭:৪৯

বিদ্রোহী ভৃগু বলেছেন:
রোদন ভরা ঈদে
মনটা ভরাক্রান্ত
তবু বলি ঈদ মোবারক
দূর হোক সকল অপ- হোক এর অন্ত।

৪| ২৪ শে মে, ২০২০ রাত ৮:৪৩

সেলিম আনোয়ার বলেছেন: ঈদ মোবারক।

৫| ২৫ শে মে, ২০২০ রাত ১২:৩১

নেওয়াজ আলি বলেছেন: ঈদ মুবারক।

৬| ১০ ই জুন, ২০২০ দুপুর ২:৩৬

সাইদুর রহমান বলেছেন: ঈদ মোবারক সবাইকে।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.