নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

স্কুল জীবন থেকেই লেখালিখি করি। বর্তমানে বিদেশে কর্মরত। আমার কাব্যগ্রন্থ 'শিকড়ের সন্ধান' প্রকাশ পেয়েছে ২০১৫ সালে।

লেখালিখি, খেলাধুলা, ভ্রমণ। আমার কাব্যগ্রন্থ \'শিকড়ের সন্ধান\' প্রকাশিত হয়েছে ২০১৫ সালে।

সাইদুর রহমান

লিখতে পছন্দ করি স্কুল জীবন থেকেই। আমার কাব্য গ্রন্থ 'শিকড়ের সন্ধান' প্রকাশিত হয়েছে ২০১৫ সালে।

সাইদুর রহমান › বিস্তারিত পোস্টঃ

বনভোজন

২৬ শে জুন, ২০২০ বিকাল ৩:৪৭



আগে বলতাম বনভোজন
এখন বলি পিকনিক;
যখন শীত আমাদের দ্বারে
তখনই এর হিড়িক।

বনভূমি বা গভীর নির্জনে
পৌঁছে যাই দলেবলে;
খাদ্য উপকরণ ভার কারো
কারো হাঁড়ি পাতিলে।

কেউ জানে গান বা আবৃত্তি
দলেতে যে যেমন;
যারা তবে পটু রান্না বান্নায়
সামাল দেয় রন্ধন।

বনে বনে ঘুরে কাটে বেলা
হৈ চৈ খাওয়া দাওয়া;
তারপর তো, ফেরার পালা
আবার নিঃসঙ্গ হওয়া;

এ জগতেও যেন তাই হয়
করছি সে বনভোজন;
সকাল দুপুর বড় ব্যস্ত সবি
শেষে একা নির্বাসন।

December 23, 2019

মন্তব্য ৮ টি রেটিং +০/-০

মন্তব্য (৮) মন্তব্য লিখুন

১| ২৬ শে জুন, ২০২০ বিকাল ৪:০৯

রাজীব নুর বলেছেন: বনভোজন হারিয়ে গেছে জীবন থেকে।

২৬ শে জুন, ২০২০ সন্ধ্যা ৭:৩৭

সাইদুর রহমান বলেছেন: অসংখ্য ধন্যবাদ। করোনা শেষ হলে আবার বনভোজন অবশ্যি হবে।

২| ২৬ শে জুন, ২০২০ বিকাল ৪:২৬

ইসিয়াক বলেছেন:




আবার কবে বনভোজন করা যাবে কে জানে? সব কিছুই বদলে গেছে করোনা এসে।

২৬ শে জুন, ২০২০ সন্ধ্যা ৭:৩৮

সাইদুর রহমান বলেছেন: অশেষ ধন্যবাদ। করোনা শেষ হলে আবার বনভোজন অবশ্যি হবে।

৩| ২৬ শে জুন, ২০২০ সন্ধ্যা ৬:৫৩

সাড়ে চুয়াত্তর বলেছেন: এখনতো Resort গুলিতে বনভোজন হয়। কনসার্ট হয়। সুইমিং পুলে গোসল হয়। catering কোম্পানি খাবার রাধে। AC রুমে থাকে যাতে গরম না লাগে। আগেকার চড়ুইভাতি বা বনভোজন কি আছে।

২৬ শে জুন, ২০২০ সন্ধ্যা ৭:৪৩

সাইদুর রহমান বলেছেন: সত্যি বলেছেন। আমরা ভুলতে বসেছি সব।
অনেক ধন্যবাদ। করোনা শেষ হলে আবার হয়তঃ বনভোজন হবে।

৪| ২৬ শে জুন, ২০২০ রাত ৮:৫০

নেওয়াজ আলি বলেছেন: অপরিসীম ভালো লাগলো।

২৭ শে জুন, ২০২০ সন্ধ্যা ৭:২০

সাইদুর রহমান বলেছেন: অসংখ্য ধন্যবাদ। ভালো থাকবেন।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.