নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

স্কুল জীবন থেকেই লেখালিখি করি। বর্তমানে বিদেশে কর্মরত। আমার কাব্যগ্রন্থ 'শিকড়ের সন্ধান' প্রকাশ পেয়েছে ২০১৫ সালে।

লেখালিখি, খেলাধুলা, ভ্রমণ। আমার কাব্যগ্রন্থ \'শিকড়ের সন্ধান\' প্রকাশিত হয়েছে ২০১৫ সালে।

সাইদুর রহমান

লিখতে পছন্দ করি স্কুল জীবন থেকেই। আমার কাব্য গ্রন্থ 'শিকড়ের সন্ধান' প্রকাশিত হয়েছে ২০১৫ সালে।

সাইদুর রহমান › বিস্তারিত পোস্টঃ

ঐ বর্ষার অপেক্ষায়

২৭ শে জুন, ২০২০ সন্ধ্যা ৭:২২



করোনা কালেও এসেছে
আষাঢ় বাংলার বরষা;
মেঘের পরে মেঘ জমবে
বৃষ্টিতে হবে ঝাপসা।

ঝুমঝুম বৃষ্টি তো ঝরবেই
বিলঝিল করবে থৈথৈ;
গরীবের জীর্ণ ঘর ভাসবে
বাঁচাবে কেউ যে নেই।

আলো সরে হবে আঁধার
বৃষ্টি পড়বে টাপুরটুপুর;
ফুটবে বেলি ছড়াবে গন্ধ
আকাশ করবে গুড়গুড়।

ফুটবে ঐ বাদলা দিনের
কদম্ববৃক্ষে প্রথম ফুল;
পশুপাখিও হবে বৃষ্টিস্নাত
বৃক্ষলতা খাবে দোল।

এ বৃষ্টির দিনে ঘরে ঘরে
রান্না হবেই খিচুড়ি;
আটকে আছি বাড়ির সব
বাইরে যে মহামারি।

হয়তঃ বর্ষণে ধুয়েই যাবে
অদৃশ্য শত্রু করোনা;
হবো আবারো কাছাকাছি
দূর হবে মনো-যন্ত্রণা।

June 27, 2020

মন্তব্য ১০ টি রেটিং +১/-০

মন্তব্য (১০) মন্তব্য লিখুন

১| ২৭ শে জুন, ২০২০ রাত ৮:৪১

সেলিম আনোয়ার বলেছেন: করোনা মহামারি দূর হোক ।

০২ রা জুলাই, ২০২০ সন্ধ্যা ৭:৫৫

সাইদুর রহমান বলেছেন: অসংখ্য ধন্যবাদ। ভালো থাকবেন।

২| ২৭ শে জুন, ২০২০ রাত ৯:১১

নেওয়াজ আলি বলেছেন: করোনায় মানুষ আজ দিশাহারা । খাদ্য নাই চিকিৎসা নাই । নাই নাই হাহাকার ।

০২ রা জুলাই, ২০২০ সন্ধ্যা ৭:৫৯

সাইদুর রহমান বলেছেন: আসলেই তাই। অসংখ্য ধন্যবাদ। ভালো থাকবেন।

৩| ২৭ শে জুন, ২০২০ রাত ৯:১২

নৃ মাসুদ রানা বলেছেন: চারদিকে হাহাকার। চারিদিকে ডুবে দিশেহারা।

০২ রা জুলাই, ২০২০ রাত ৮:০৩

সাইদুর রহমান বলেছেন: অসংখ্য ধন্যবাদ। ভালো থাকবেন।

৪| ২৭ শে জুন, ২০২০ রাত ১০:৫৩

রাজীব নুর বলেছেন: সহজ সরল সুন্দর কবিতা।

০২ রা জুলাই, ২০২০ রাত ৮:০৬

সাইদুর রহমান বলেছেন: অসংখ্য ধন্যবাদ। ভালো থাকবেন।

৫| ২৮ শে জুন, ২০২০ রাত ১:০৬

স্বপ্নের শঙ্খচিল বলেছেন: এ বৃষ্টির দিনে ঘরে ঘরে
রান্না হবেই খিচুড়ি;

...............................................
কবিতা খুব সুন্দর হয়েছে
কিন্ত করোনা আক্রমনে অনেকেই দিশেহারা
খিচুড়ি খাবে কখন ।

০২ রা জুলাই, ২০২০ রাত ৮:০৭

সাইদুর রহমান বলেছেন: অনেক ধন্যবাদ। ভালো থাকবেন।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.