নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

স্কুল জীবন থেকেই লেখালিখি করি। বর্তমানে বিদেশে কর্মরত। আমার কাব্যগ্রন্থ 'শিকড়ের সন্ধান' প্রকাশ পেয়েছে ২০১৫ সালে।

লেখালিখি, খেলাধুলা, ভ্রমণ। আমার কাব্যগ্রন্থ \'শিকড়ের সন্ধান\' প্রকাশিত হয়েছে ২০১৫ সালে।

সাইদুর রহমান

লিখতে পছন্দ করি স্কুল জীবন থেকেই। আমার কাব্য গ্রন্থ 'শিকড়ের সন্ধান' প্রকাশিত হয়েছে ২০১৫ সালে।

সাইদুর রহমান › বিস্তারিত পোস্টঃ

সৃষ্টি করে দেখাও তবে

১০ ই জুলাই, ২০২০ দুপুর ১:৪৮



আজকাল পাওয়াটা রীতিমত সৌভাগ্য
একটু ভেজালমুক্ত খাবার;
দুর্নীতির বিস্তৃতি, এতটাই গেছে বেড়ে
প্রাণের চেয়ে মূল্য টাকার।

সবার প্রিয় মৌসুমি ফল পাকানো হয়
রাসায়নিক কার্বাইড দিয়ে;
আম, জাম, কাঁঠাল, যা বাজারে দেখি
রং দেখে কিনি পাগল হয়ে।

পেয়ারা বা জামে মেশানো ফরমালিন
কত যে সাংঘাতিক ক্ষতিকর;
অসাধু ব্যবসায়ীর এতই লালসা লোভ
একদিনে ধনী হতে তৎপর।

মা বাবা, ভাই বোন ছেলে মেয়ে বুড়ো
আছে তো তোমাদেরও ঘরে;
প্রতিটা জীবনই মূল্যবান সবচে’ দামী
পাগলও তা, উপলব্ধি করে।

আমরা প্রাণী সর্বশ্রেষ্ঠ একটুও ভাবি না
একটি জীবনের কত দাম;
সৃষ্টি করে দেখাও তবে একটি সে প্রাণ
বিনিময়ে নাও এই ধরাধাম।

July 9, 2020

মন্তব্য ৬ টি রেটিং +০/-০

মন্তব্য (৬) মন্তব্য লিখুন

১| ১০ ই জুলাই, ২০২০ দুপুর ২:৪৫

রাজীব নুর বলেছেন: খুব সুন্দর।

২১ শে জুলাই, ২০২০ দুপুর ১:০৯

সাইদুর রহমান বলেছেন: অসংখ্য ধন্যবাদ।

২| ১০ ই জুলাই, ২০২০ রাত ৮:৩৪

আজাদ প্রোডাক্টস বলেছেন: খুব সুন্দর প্রবন্ধ

২১ শে জুলাই, ২০২০ দুপুর ১:১০

সাইদুর রহমান বলেছেন: অশেষ ধন্যবাদ।

৩| ১০ ই জুলাই, ২০২০ রাত ৯:২১

নেওয়াজ আলি বলেছেন: অসাধারণ লেখা

২১ শে জুলাই, ২০২০ দুপুর ১:১১

সাইদুর রহমান বলেছেন: অজস্র ধন্যবাদ।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.