![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
আমি লিখি “দেশ, জাতি, মানুষ আর মানবতার” জন্য। আমার লেখা কবিতা, গল্প, উপন্যাস, প্রবন্ধ-নিবন্ধ ও সমালোচনা আমার নিজস্ব ও মৌলিক রচনা। তাই, আমার অনুমতি ব্যতিরেকে এগুলো কপি বা নকল করা আইনতঃ দণ্ডনীয় অপরাধ। পৃথিবীর সকল মানুষের প্রতি আমার ভালোবাসা। জয় মানবের জয়।
মনের আশা
সাইয়িদ রফিকুল হক
তোমার ভাবনা আমি বুঝিনি,
তোমার হাসি অন্ধকারে
আমি দেখিনি!
শরৎ-শেষে বদলে গেছে
তোমার সেই রূপ,
তাইতে দেখি তুমি কেমন
নীরব-নিশ্চুপ!
মনের আশা তবু যে এখন
পিছু ছাড়ে না,
ভালোবাসা মান-অপমান
কিছুই বোঝে না!
বুকের ভিতর ঝরে-ঝরে
পড়ে শুধু প্রেমের বকুল,
অভিমানে স্বপ্ন-কন্যা
তুমি কোরো না ভুল!
----------------------------
©somewhere in net ltd.