নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
আমি লিখি “দেশ, জাতি, মানুষ আর মানবতার” জন্য। আমার লেখা কবিতা, গল্প, উপন্যাস, প্রবন্ধ-নিবন্ধ ও সমালোচনা আমার নিজস্ব ও মৌলিক রচনা। তাই, আমার অনুমতি ব্যতিরেকে এগুলো কপি বা নকল করা আইনতঃ দণ্ডনীয় অপরাধ। পৃথিবীর সকল মানুষের প্রতি আমার ভালোবাসা। জয় মানবের জয়।
সাধুবচন-২
সাইয়িদ রফিকুল হক
সাপের মতো ফণা তুলে
মারলে মানুষ ছোবল দিয়ে,
বিষের জ্বালায় বীর-বাঙালি
পড়লো ঝাঁপায় সাহস নিয়ে।
একাত্তরের কালসাপেরা
আজও দেখি তুলছে ফণা,
ওঝা হয়ে তরুণসমাজ
যুদ্ধ শুরু কররে সোনা।
আদর্শেরই লড়াই যুদ্ধে
জিততে হবে বীরের বেশে,
তোমরা জয়ী হলে পরে
শান্তি ফিরে আসবে দেশে।
--------------------------
©somewhere in net ltd.