![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
আমি লিখি “দেশ, জাতি, মানুষ আর মানবতার” জন্য। আমার লেখা কবিতা, গল্প, উপন্যাস, প্রবন্ধ-নিবন্ধ ও সমালোচনা আমার নিজস্ব ও মৌলিক রচনা। তাই, আমার অনুমতি ব্যতিরেকে এগুলো কপি বা নকল করা আইনতঃ দণ্ডনীয় অপরাধ। পৃথিবীর সকল মানুষের প্রতি আমার ভালোবাসা। জয় মানবের জয়।
বুদ্ধিজীবী-হত্যাকারী
সাইয়িদ রফিকুল হক
বুদ্ধিজীবী-হত্যাকারী
হায়না-জাতির বংশ,
বিশ্ব থেকে এই পাপীদের
করতে হবে ধ্বংস।
বাংলাদেশের বুদ্ধিজীবী
ছিল সোনার ছেলে,
পাকিস্তানী-শকুনগুলো
মারলো ডানা মেলে।
আজকে দেখি শকুনগুলো
হচ্ছে আবার জড়ো,
জাতির ভাগ্য চাইলে ভালো
এবার ওদের ধরো।
------------------------------
©somewhere in net ltd.