![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
আমি লিখি “দেশ, জাতি, মানুষ আর মানবতার” জন্য। আমার লেখা কবিতা, গল্প, উপন্যাস, প্রবন্ধ-নিবন্ধ ও সমালোচনা আমার নিজস্ব ও মৌলিক রচনা। তাই, আমার অনুমতি ব্যতিরেকে এগুলো কপি বা নকল করা আইনতঃ দণ্ডনীয় অপরাধ। পৃথিবীর সকল মানুষের প্রতি আমার ভালোবাসা। জয় মানবের জয়।
বুঝে নাও কবিতার মানে
সাইয়িদ রফিকুল হক
কবিতা নয় শুধু প্রেমের পাঁচালী,
কবিতা হয় দেশটা তুই কতোখানি বাঁচালি!
কাব্য মানে দেশের কথা ভাবতে হবে সবার আগে,
দেশপ্রেমিকের ভালোবাসাই কাব্য আনে অনুরাগে।
শুধু দেখে এক-সুন্দরীর ঘোমটা আর কপালের টিপ,
দেশের বুকে জ্বালাতে পারবে না তুমি উন্নয়নের দীপ।
কাব্যকথার মোড়টা তাই এবার দিয়েছি একটু ঘুরিয়ে,
দেশের সেবা করি আগে, প্রেমের সময় যায়নি ফুরিয়ে।
দেশের চেয়ে বড় প্রেম এই বিশ্বে আর কীসে হয়?
এই জীবনটা শুধু একজন সুন্দরী-মেয়ের জন্য নয়।
দেশমাতার ভীষণ দুর্দিনে প্রেমের নেশায় তুমি থাকবে বসে,
সামনে পেলে তোমার দুই গালে মারবো চড় ভীষণ কষে।
আজকে থেকে জীবনব্যাপী বুঝে নাও কাব্য-কবিতার মানে,
দেশের জন্য জীবনযুদ্ধে থাকতে হবে রাজনীতির ময়দানে।
------------------------------------------------------------
২৬ শে ডিসেম্বর, ২০১৫ সকাল ১১:৫১
সাইয়িদ রফিকুল হক বলেছেন: ধন্যবাদ বন্ধু আপনাকে। প্রেম ও রাজনীতি কখনও আলাদা নয়। আপনার সুন্দর বোধ ও উপলব্ধির জন্য আপনাকে জানাচ্ছি আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা। অশেষ শুভকামনা আপনার জন্য।
©somewhere in net ltd.
১|
২১ শে ডিসেম্বর, ২০১৫ সকাল ৯:১০
মানবী বলেছেন: প্রেমের রাজনৈতিক সুন্দর কাব্য পড়ে ভালো লেগেছে, ধন্যবাদ সাইয়িদ রফিকুল হক।