![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
আমি লিখি “দেশ, জাতি, মানুষ আর মানবতার” জন্য। আমার লেখা কবিতা, গল্প, উপন্যাস, প্রবন্ধ-নিবন্ধ ও সমালোচনা আমার নিজস্ব ও মৌলিক রচনা। তাই, আমার অনুমতি ব্যতিরেকে এগুলো কপি বা নকল করা আইনতঃ দণ্ডনীয় অপরাধ। পৃথিবীর সকল মানুষের প্রতি আমার ভালোবাসা। জয় মানবের জয়।
মানুষ হয়ে থাকবি বাংলাদেশে
সাইয়িদ রফিকুল হক
আবোলতাবোল কথা বলে
করবি কাকে খুশি?
দেশবিরোধী কথা লিখে
ফুলাস কেন পেশী?
দেশটা কিন্তু এতিম নয়রে
দেশের আছে জনক,
একাত্তরে বজ্রকণ্ঠে
দিছে তোদের ধমক।
মাফ চেয়েছিস একাত্তরে
করবি না আর যুদ্ধ,
নতশিরে হেরে গেলি
তোরা গুষ্টিসুদ্ধ।
বীর-বাঙালি বীরের জাতি
তাদের নাই যে ভয়,
একাত্তরের দালালেরা
কথা কেন কয়?
পাকিস্তানকে কবর দিয়ে
আমরা হলাম স্বাধীন,
বাংলাদেশটা আগায় যাবে
দিনের-পর-দিন।
বীর-বাঙালি মাথা-তুলে
থাকবে বীরের বেশে,
মানুষ হয়ে থাকতে পারলে
থাকবি বাংলাদেশে।
----------------------------------------------
©somewhere in net ltd.