নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

আমি মানুষ। আমি ত্বরীকতপন্থী-মুসলমান। আমি মানুষ বলে আমার ভুলত্রুটি হতেই পারে। বইপড়তে আমার ভালো লাগে। সাহিত্য ভালোবাসি। লেখালেখি আমার খুব শখের বিষয়। বাংলাদেশরাষ্ট্র ও গণমানুষের জন্য আমি লেখনিশক্তিধারণ করেছি।

সাইয়িদ রফিকুল হক

আমি লিখি “দেশ, জাতি, মানুষ আর মানবতার” জন্য। আমার লেখা কবিতা, গল্প, উপন্যাস, প্রবন্ধ-নিবন্ধ ও সমালোচনা আমার নিজস্ব ও মৌলিক রচনা। তাই, আমার অনুমতি ব্যতিরেকে এগুলো কপি বা নকল করা আইনতঃ দণ্ডনীয় অপরাধ। পৃথিবীর সকল মানুষের প্রতি আমার ভালোবাসা। জয় মানবের জয়।

সাইয়িদ রফিকুল হক › বিস্তারিত পোস্টঃ

মহান মুক্তিযুদ্ধের কবিতা-১

২৪ শে ডিসেম্বর, ২০১৫ সকাল ৯:৩০

ত্রিশলক্ষ শহীদ-বন্ধু
সাইয়িদ রফিকুল হক

বাংলার মাটিতে কান পেতে রাখ্,
তুইও শুনবি মুক্তিযোদ্ধা ত্রিশলাখ।
নয়টি মাসে মরেছে মানুষ লাখে-লাখে,
গণকবর আছে কতো দেশের মাটিতে
নদীর বাঁকে-বাঁকে!
আর তুই ছিলি ফুর্তিখানায়
বুঝবি কেমনে!
দেশটা বুঝি স্বাধীন হয়েছে
অ্যামনে-অ্যামনে?
মানুষের চোখে ছিল নাতো ঘুম,
পাকিস্তানী-হায়েনাদের ছিল শুধু
মানুষ-মারার ধুম।
মানুষের রক্তে হোলি খেলেছে
ওই জানোয়ার-পাকি,
এমন কোনো পাপ-অপরাধ
রাখেনি ওরা বাকী।
পাকিস্তানী-শরাব ভুলে
পান করো বাংলার শরবত,
তাইলে তুমি পাবে একটু
বুদ্ধিসুদ্ধি আল্লাহর রহমত।
এখনও বলছি: কান পেতে শোন্ মাটিতে,
ত্রিশলক্ষ শহীদ-বন্ধু শুয়ে আছে
বাংলার ঘাঁটিতে।
----------------------------------------------

মন্তব্য ০ টি রেটিং +০/-০

মন্তব্য (০) মন্তব্য লিখুন

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.