![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
আমি লিখি “দেশ, জাতি, মানুষ আর মানবতার” জন্য। আমার লেখা কবিতা, গল্প, উপন্যাস, প্রবন্ধ-নিবন্ধ ও সমালোচনা আমার নিজস্ব ও মৌলিক রচনা। তাই, আমার অনুমতি ব্যতিরেকে এগুলো কপি বা নকল করা আইনতঃ দণ্ডনীয় অপরাধ। পৃথিবীর সকল মানুষের প্রতি আমার ভালোবাসা। জয় মানবের জয়।
ন্যাংটা হলে অনেক লাভ!!???!!
সাইয়িদ রফিকুল হক
ন্যাংটা হলে অনেক লাভ
লজ্জা থাকে কম,
সবার কাছে ভয়ংকরী
কেউ বা ভাবে যম!
ন্যাংটা হলে পসার জমে
সবাই চেনে তাকে,
‘ম্যাডোনা’কে একটা নামে
সবাই এখন ডাকে!
ন্যাংটা হলে একটা রাতে
ভক্ত হবে জড়ো,
কয়েক ঘণ্টা পরেই তুমি
নায়িকা যে বড়!
টাকা-পয়সার লোভে এখন
হচ্ছে অনেক মাতাল,
কাপড়চোপড় খুলে দিয়ে
ভাবছে আকাশ-পাতাল!
ওরে আমার লক্ষ্মীছাড়া
এমন করে হোস-নে শিশু,
তোদের দেখে লজ্জা পেয়ে
পালায় বুঝি বনের পশু!
সস্তা-মালের চাহিদাটা
একটু বেশি আছে,
তাই বলে তুই ন্যাংটা হবি
এখন সবার কাছে!
হায়-রে আমার কলিযুগ
দেখবো কতো খেলা,
দিনদুপুরে চলছে এখন
ন্যাংটা-বাবার মেলা!
--------------------------
সাইয়িদ রফিকুল হক
মিরপুর, ঢাকা।
২৬ শে ডিসেম্বর, ২০১৫ ভোর ৬:৩৯
সাইয়িদ রফিকুল হক বলেছেন: আমি যোগ দিতে যাবো কোন্ দুঃখে? যারা যোগ দিয়েছে তাদের ফিরিয়ে আনার চেষ্টা করছি। আপনি ভুল বুঝেছেন। এটি “স্যাটায়ার”।... তবুও আপনাকে ধন্যবাদ।
২| ৩০ শে ডিসেম্বর, ২০১৫ সকাল ১১:৩৮
রুদ্র জাহেদ বলেছেন: কবিতা মোটামুটি ভালো লেগেছে
৩০ শে ডিসেম্বর, ২০১৫ দুপুর ১:০৩
সাইয়িদ রফিকুল হক বলেছেন: আপনার মন্তব্য ভালো লেগেছে। ধন্যবাদ ও শুভেচ্ছা আপনাকে।
©somewhere in net ltd.
১|
২৬ শে ডিসেম্বর, ২০১৫ রাত ১২:০৮
চাঁদগাজী বলেছেন:
আপনি যোগ দিয়েছেন