নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
আমি লিখি “দেশ, জাতি, মানুষ আর মানবতার” জন্য। আমার লেখা কবিতা, গল্প, উপন্যাস, প্রবন্ধ-নিবন্ধ ও সমালোচনা আমার নিজস্ব ও মৌলিক রচনা। তাই, আমার অনুমতি ব্যতিরেকে এগুলো কপি বা নকল করা আইনতঃ দণ্ডনীয় অপরাধ। পৃথিবীর সকল মানুষের প্রতি আমার ভালোবাসা। জয় মানবের জয়।
মাতৃভূমির কদম-চুমি
সাইয়িদ রফিকুল হক
পয়লা বৈশাখ ভাল্লাগেনা তোমার কাছে,
থার্টি-ফার্স্টে কী যে জাদু মিশে আছে!
অর্ধনগ্ন হয়ে তাইতো ফুর্তি করো বন্ধুর সাথে,
মাতাল হয়ে বাড়ি ফেরো একেবারে শেষরাতে!
তবু ভালো এই তোমাদের থার্টি-ফার্স্ট ডার্টি!
কীসের আশায় করছো এইসব জংলী-পার্টি?
ইংরেজ-বিদ্যা একটু শিখে তোমরা লাফাও বেশি,
বাংলার নামে ফুলবে কবে এই তোমাদের পেশী?
নিজের দেশে বসত করে বাজনা বাজাও কার?
আর কতোদিন করবে এমন?—পাবে না পার।
এই বাংলা যদি তোমার হয়ে থাকে জন্মভূমি,
ফিরে এসো স্বদেশ-বুকে মাতৃভূমির কদম-চুমি।
সাইয়িদ রফিকুল হক
মিরপুর, ঢাকা, বাংলাদেশ।
০১ লা জানুয়ারি, ২০১৬ রাত ৮:০৬
সাইয়িদ রফিকুল হক বলেছেন: আপনাকে ধন্যবাদ।সুন্দর মন্তব্যের জন্য সাধুবাদ।সঙ্গে একরাশ শুভেচ্ছা।আপনিও ভালো থাকুন।
২| ০১ লা জানুয়ারি, ২০১৬ বিকাল ৪:৫৯
মাহবুবুল আজাদ বলেছেন: আমরা ভাল থাকি , দেশ ভাল থাকুক,
নতুন বছরের শুভেচ্ছা।
০১ লা জানুয়ারি, ২০১৬ রাত ৮:০৯
সাইয়িদ রফিকুল হক বলেছেন: সুন্দর বলেছেন।আপনাকে সুগন্ধি-ফুলের শুভেচ্ছা। আর সবশেষে ধন্যবাদ।
©somewhere in net ltd.
১| ০১ লা জানুয়ারি, ২০১৬ বিকাল ৩:২৭
শামছুল ইসলাম বলেছেন: ভাল লেগেছে।
ভাল থাকুন। সবসময়।