![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
আমি লিখি “দেশ, জাতি, মানুষ আর মানবতার” জন্য। আমার লেখা কবিতা, গল্প, উপন্যাস, প্রবন্ধ-নিবন্ধ ও সমালোচনা আমার নিজস্ব ও মৌলিক রচনা। তাই, আমার অনুমতি ব্যতিরেকে এগুলো কপি বা নকল করা আইনতঃ দণ্ডনীয় অপরাধ। পৃথিবীর সকল মানুষের প্রতি আমার ভালোবাসা। জয় মানবের জয়।
নতুন-বইয়ের গন্ধে
সাইয়িদ রফিকুল হক
নতুন-বইয়ের গন্ধে ওদের
মনটা গেছে ভরে,
এই শিশুরা মানুষ হবে
নিজের মতো করে।
মনের মতো শিখবে তারা
সোনার বাংলার কথা,
রাজাকারের আস্ফালনে
ঘুরবে না আর মাথা।
দেশের কথা বুকের ভিতর
বাজবে মধুর সুরে,
জ্ঞানসাগরে ভেসে-ভেসে
যাবে অনেকদূরে।
এই শিশুরা মানুষ হলে
দেশটা হবে ধনী,
নতুন-যুগের বংশধরে
জন্মে পাবে গুণী!
নতুন-বইয়ের গন্ধ শুঁকে
হাসছে শিশুর দল,
ওরে শিশু, তোরা এবার
জয়-বাংলা বল্।
সাইয়িদ রফিকুল হক
মিরপুর, ঢাকা, বাংলাদেশ।
০২ রা জানুয়ারি, ২০১৬ বিকাল ৪:০২
সাইয়িদ রফিকুল হক বলেছেন: সুন্দর মন্তব্যের জন্য আপনাকে ধন্যবাদ ও শুভেচ্ছা।
২| ০৪ ঠা জানুয়ারি, ২০১৬ সকাল ১১:২৯
রুদ্র জাহেদ বলেছেন: বেশ সুন্দর হয়েছে
০৪ ঠা জানুয়ারি, ২০১৬ সকাল ১১:৫১
সাইয়িদ রফিকুল হক বলেছেন: সুন্দর মতপ্রকাশের জন্য আপনাকে ধন্যবাদ।আর সঙ্গে রইলো ফুলেল শুভেচ্ছা।
©somewhere in net ltd.
১|
০২ রা জানুয়ারি, ২০১৬ বিকাল ৩:৩৩
ঠ্যঠা মফিজ বলেছেন: সুন্দর ।