নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

আমি মানুষ। আমি ত্বরীকতপন্থী-মুসলমান। আমি মানুষ বলে আমার ভুলত্রুটি হতেই পারে। বইপড়তে আমার ভালো লাগে। সাহিত্য ভালোবাসি। লেখালেখি আমার খুব শখের বিষয়। বাংলাদেশরাষ্ট্র ও গণমানুষের জন্য আমি লেখনিশক্তিধারণ করেছি।

সাইয়িদ রফিকুল হক

আমি লিখি “দেশ, জাতি, মানুষ আর মানবতার” জন্য। আমার লেখা কবিতা, গল্প, উপন্যাস, প্রবন্ধ-নিবন্ধ ও সমালোচনা আমার নিজস্ব ও মৌলিক রচনা। তাই, আমার অনুমতি ব্যতিরেকে এগুলো কপি বা নকল করা আইনতঃ দণ্ডনীয় অপরাধ। পৃথিবীর সকল মানুষের প্রতি আমার ভালোবাসা। জয় মানবের জয়।

সাইয়িদ রফিকুল হক › বিস্তারিত পোস্টঃ

দেশের জন্য কবিতা-৮

০৪ ঠা জানুয়ারি, ২০১৬ বিকাল ৩:২৬

আর কত জ্বালাবি?
সাইয়িদ রফিকুল হক

মাটি খাবি
ছাই খাবি
আরও কতো বিষ্ঠা খাবি,
তবু খাবি না মধু,
এই দেশে বাস করে
তোরা জ্বালাবি শুধু!

আজও দেখি বাংলা-ভাষা
ঠাঁই পায়নি
তোদের বুকে
পাকিস্তানের নাপাক-ধ্বনি
এখনও তোদের মুখে।
পবিত্র ওই ধর্মের নামে
আর কতো জ্বালাবি?
দেশের খেয়ে দেশের বিরুদ্ধে
আর কতো হামলা চালাবি?

বাংলা-মায়ের কোল ছেড়ে
ঠাঁই নিবি আর কোথায়?
বাংলার বুকে বসে
এখনও শয়তানী-বুদ্ধি
তোদের মাথায়!

সাইয়িদ রফিকুল হক
মিরপুর, ঢাকা, বাংলাদেশ।

মন্তব্য ০ টি রেটিং +০/-০

মন্তব্য (০) মন্তব্য লিখুন

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.