নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
আমি লিখি “দেশ, জাতি, মানুষ আর মানবতার” জন্য। আমার লেখা কবিতা, গল্প, উপন্যাস, প্রবন্ধ-নিবন্ধ ও সমালোচনা আমার নিজস্ব ও মৌলিক রচনা। তাই, আমার অনুমতি ব্যতিরেকে এগুলো কপি বা নকল করা আইনতঃ দণ্ডনীয় অপরাধ। পৃথিবীর সকল মানুষের প্রতি আমার ভালোবাসা। জয় মানবের জয়।
পিছন দরজা বন্ধ এখন
সাইয়িদ রফিকুল হক
পিছন দরজা বন্ধ এখন
আসতে হবে ভোটে,
আগুন দিয়ে মানুষ-মেরে
ভোটটা কি আর জোটে?
তবু তোমরা বসে থাকো
শান্ত হয়ে দেশে,
নইলে কিন্তু বাড়লে বেশি
এবার যাবে ভেসে।
পাকিস্তানের হুকুম শুনে
মারলে দেশের মানুষ!
রাজক্ষমতার লোভে পড়ে
উড়াও কেন ফানুস?
দেশকে যদি ভালোবাসো
এসো দেশের পথে,
মিথ্যা-প্রেমে উঠছো কেন
পাকিস্তানের রথে?
বিদ্যা-বুদ্ধি নাইতো তেমন
আছে শুধু ধান্দা!
পাপী হলেও রাখবে মনে
তোমরা খোদার বান্দা।
দেশের বুকে মারবে ছুরি
করবে হানাহানি,
পরের কথায় ইতিহাসটা
করছো টানাটানি!
নিজের দেশকে ভালোবেসে
মানুষ হওরে তুমি,
একনিমিষে স্বীকার করো
বাংলাদেশই জন্মভূমি।
দেশের ভিতর গণ্ডগোলে
আর দিয়ো না হানা,
পিছন দরজা বন্ধ এখন
করছি তোদের মানা।
সাইয়িদ রফিকুল হক
মিরপুর, ঢাকা, বাংলাদেশ।
©somewhere in net ltd.