নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

আমি মানুষ। আমি ত্বরীকতপন্থী-মুসলমান। আমি মানুষ বলে আমার ভুলত্রুটি হতেই পারে। বইপড়তে আমার ভালো লাগে। সাহিত্য ভালোবাসি। লেখালেখি আমার খুব শখের বিষয়। বাংলাদেশরাষ্ট্র ও গণমানুষের জন্য আমি লেখনিশক্তিধারণ করেছি।

সাইয়িদ রফিকুল হক

আমি লিখি “দেশ, জাতি, মানুষ আর মানবতার” জন্য। আমার লেখা কবিতা, গল্প, উপন্যাস, প্রবন্ধ-নিবন্ধ ও সমালোচনা আমার নিজস্ব ও মৌলিক রচনা। তাই, আমার অনুমতি ব্যতিরেকে এগুলো কপি বা নকল করা আইনতঃ দণ্ডনীয় অপরাধ। পৃথিবীর সকল মানুষের প্রতি আমার ভালোবাসা। জয় মানবের জয়।

সাইয়িদ রফিকুল হক › বিস্তারিত পোস্টঃ

মানুষের জন্য কবিতা-১৩

০৮ ই জানুয়ারি, ২০১৬ সন্ধ্যা ৬:২৭

ফুটেছিলো একটিমাত্র ফুল
সাইয়িদ রফিকুল হক

‘নিমর’কে হত্যা করে
খুব যে খুশি তোরা!
এই মানুষের অভিশাপে
একদিন হবি অন্ধ-খোঁড়া।
পাপের শক্তি
কতো আর বেশি?
তেলের টাকায়
আর কতো ফুলাবি পেশী!
আর তেল যেদিন
হবে ওই ঘাটের পানি,
সেদিন বুঝবি,
বুঝবি তোরা গরিবের বাণী।
তেলে খেয়ে তেল ধরেছে দেহে,
চুপ থাকবে মানুষ কতো
এই অনাচার সহে!
সৌদির বুকে ফুটেছিলো
একটিমাত্র ফুল!
তাঁকেই তোরা হত্যা করে
করলি কতো বড় ভুল।
হায়-রে পাপী!
দোজাহানের শয়তান,
এখনই তোরা
ছেড়ে দে সৌদির ময়দান।
গণতন্ত্র এখনই কর্ কবুল,
ওরে পাপী!আর করিস না ভুল।

সাইয়িদ রফিকুল হক
মিরপুর, ঢাকা, বাংলাদেশ।

মন্তব্য ৪ টি রেটিং +০/-০

মন্তব্য (৪) মন্তব্য লিখুন

১| ০৮ ই জানুয়ারি, ২০১৬ সন্ধ্যা ৬:৩৫

কল্লোল পথিক বলেছেন: ধন্যবাদ কবি।নিমরে বিদেহী আত্মার মাগফেরাত কামনা করি।আমিন।

০৮ ই জানুয়ারি, ২০১৬ সন্ধ্যা ৬:৪১

সাইয়িদ রফিকুল হক বলেছেন: সুন্দর সহমতের জন্য আপনাকে শুভসন্ধ্যা ও একগুচ্ছ রজনীগন্ধার শুভেচ্ছা। আপনার মঙ্গল কামনা করছি। আমীন।

২| ০৮ ই জানুয়ারি, ২০১৬ সন্ধ্যা ৬:৪১

মোশারফ মামুন বলেছেন: সৌদিকে অবশ্যই নিমরের রক্তের দাম দিতে হবে।

ইরান দীর্ঘজীবি হোক :)

০৮ ই জানুয়ারি, ২০১৬ সন্ধ্যা ৬:৪৩

সাইয়িদ রফিকুল হক বলেছেন: আপনার সঙ্গে সহমত পোষণ করছি। আপনাকে শুভসন্ধ্যা ও অনেক ধন্যবাদ। আপনার মঙ্গল কামনা করছি। আমীন।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.