![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
আমি লিখি “দেশ, জাতি, মানুষ আর মানবতার” জন্য। আমার লেখা কবিতা, গল্প, উপন্যাস, প্রবন্ধ-নিবন্ধ ও সমালোচনা আমার নিজস্ব ও মৌলিক রচনা। তাই, আমার অনুমতি ব্যতিরেকে এগুলো কপি বা নকল করা আইনতঃ দণ্ডনীয় অপরাধ। পৃথিবীর সকল মানুষের প্রতি আমার ভালোবাসা। জয় মানবের জয়।
তোমাদের শরীরে বসে রঙিন প্রজাপতি
সাইয়িদ রফিকুল হক
তোমরা হলে আসল মানুষ!
তোমাদের গায়ে বসে না মাছি,
সুখনিদ্রা ভঙ্গ হয় না কারও কোলাহলে,
আরব-শেখদের মতো তোমাদের
তেল-চকচকে শরীরে
ঢেউ খেলে যায় মহানন্দে বিলাসিতার!
তোমাদের হৃদয় কখনও কাঁপে না
পথবাসীমানুষের দুঃখে,
তোমরা কেবল হাসতে শিখেছো,
আর পৃথিবী হাসে তোমাদের দেখে।
আরব-শেখদের মতো তোমরা অবাধে
ঘুরে বেড়াও ফুলে-ফুলে!
তোমাদের ভালো লাগে রঙিন-ফুল!
আর ভালো লাগে ফুলের বাগান,
আর কতো রঙিন-ফুল ঝরে যায়
শুধু তোমাদের অনাচারে,
আবার কখনও সাদা-কালো ফুলগুলো
রঙিন হওয়ার আগেই তোমরা
শুষে নাও তার সঞ্জীবনী-সুধা!
তোমরা এই সমাজের খুব ভালোমানুষ,
তোমাদের নামে গানের জলসা বসে,
তোমাদের নামে চলে নান্দীপাঠ!
আর ওয়াজেও শুনি তোমাদের নাম।
তোমরা নাকি খুব বড় দানবীর!
অচেনা-টাকায় গড়ে তুলছো তেজারতি,
আর সেই টাকার পাহাড় থেকে
চিমটি কেটে-কেটে বানিয়েছো
মসজিদ-মাদ্রাসা-এতিমখানা,
তোমাদের মৃত্যুর পরে কাঁদবে
তোমাদেরই হাতে-গড়া এখানকার
নাম জানা-অজানা রেডিমেট-হুজুর!
আর প্রতিদিন তোমাদের নামে
তারা ওয়াজ করে-করে
তোমাদের পাঠিয়ে দেবে চিরতরে জান্নাতে!
কে পারে তোমাদের সাথে?
তোমরাই রাজা দুনিয়া-আখেরাতে!
তোমাদের সুগন্ধীদেহে
কখনও বসে না মাছি,
তোমাদের কাছে উড়ে-উড়ে আসে
শুধু রঙিন-রঙিন প্রজাপতি!
তোমরা প্রজাপতি খুব ভালোবাসো,
আর প্রজাপতিগুলো ভালোবাসে তোমাদের,
তাই তোমাদের গায়ে শুধু তারা বসে!
তোমরা তাদের কখনও নিরাশ করো না,
এ তোমাদের কতোবড় মহানুভবতা!
সাইয়িদ রফিকুল হক
মিরপুর, ঢাকা, বাংলাদেশ।
১৭ ই জানুয়ারি, ২০১৬ বিকাল ৪:২১
সাইয়িদ রফিকুল হক বলেছেন: সুন্দর মতপ্রকাশের জন্য আপনাকে ধন্যবাদ। আর সঙ্গে রইলো একরাশ শুভেচ্ছা।
২| ১৭ ই জানুয়ারি, ২০১৬ বিকাল ৪:২০
অশ্রুজলে প্লাবন বলেছেন: অনেক ভালো লাগলো ভাই কবিতাটি ।
১৭ ই জানুয়ারি, ২০১৬ বিকাল ৪:২৩
সাইয়িদ রফিকুল হক বলেছেন: আপনার সুন্দর মন্তব্যে অনুপ্রাণিত হলাম। কবিতাটি পড়ার জন্য আপনাকে ধন্যবাদ ও অশেষ শুভেচ্ছা।
©somewhere in net ltd.
১|
১৭ ই জানুয়ারি, ২০১৬ বিকাল ৪:০৭
আমি মিন্টু বলেছেন: অসাধারন কাব্য ভালো লাগল ।