![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
আমি লিখি “দেশ, জাতি, মানুষ আর মানবতার” জন্য। আমার লেখা কবিতা, গল্প, উপন্যাস, প্রবন্ধ-নিবন্ধ ও সমালোচনা আমার নিজস্ব ও মৌলিক রচনা। তাই, আমার অনুমতি ব্যতিরেকে এগুলো কপি বা নকল করা আইনতঃ দণ্ডনীয় অপরাধ। পৃথিবীর সকল মানুষের প্রতি আমার ভালোবাসা। জয় মানবের জয়।
তোমরা খুব ভালোমানুষ
সাইয়িদ রফিকুল হক
তোমরা খুব ভালোমানুষ!
এই দুনিয়ায় তোমাদের মতো
মানুষ আর হয় না,
তোমরা প্রস্ফুটিত গোলাপের মতো
কত বাহারি-রঙ তোমাদের!
আর গায়ে কি সুঘ্রাণ!
তাই কুমারী-ফুলগুলো
পাগলের মতো ছুটে যায়
শুধু তোমাদের কাছে।
তোমরা খুব ভালোমানুষ!
দুধে ভেজাল,
তাই পান করো না দুধ,
মধুতে ভেজাল,
তাই পান করো না মধু,
মদে নাই ভেজাল
তাই পান করো মদ শুধু!
তোমরা অনেক ভালো!
আর খুব ভালো,
গরিবের দুঃখ দেখে
তাইতো কষ্ট করে
এখনও একটু হাসো!
তোমাদের এই হাসিটুকুই
এখন গরিবের সম্পদ।
আর তোমরা না হাসলে
এই পৃথিবী হাসে না,
ফুলকলিদের ঘুম ভাঙে না,
পৃথিবীতে গোলাপ প্রস্ফুটিত হয় না।
তোমরা কতো ভালো!
আমরা বেকার-মূর্খ বলে
তোমাদের বুঝতে পারি না,
ফুলকলিরা চেনে তোমাদের!
অথচ আমরা চিনি না,
কতোটা মূঢ় হলে
এমনটি হয় এই জগতে!
তোমরা খুব ভালোমানুষ!
গরিবের দুঃখ সইতে না পেরে
মদের নেশায় চুর হয়ে থাকো,
অর্থনেশায় থাকো বুঁদ হয়ে,
তোমাদের আশীর্বাদে
ফুলকলিগুলো প্রস্ফুটিত হয় অকালে!
তোমরা কতো ভালো!
দুধ ছেড়ে তাই ধরেছো মদ।
সাইয়িদ রফিকুল হক
মিরপুর, ঢাকা, বাংলাদেশ।
১৮ ই জানুয়ারি, ২০১৬ রাত ৮:৩৯
সাইয়িদ রফিকুল হক বলেছেন: আপনার সুন্দর মন্তব্যে অনুপ্রাণিত হলাম। আপনাকে ধন্যবাদ। আর সঙ্গে রইলো একরাশ শুভেচ্ছা।
©somewhere in net ltd.
১|
১৮ ই জানুয়ারি, ২০১৬ সন্ধ্যা ৭:২৩
মাহবুবুল আজাদ বলেছেন: দারুণ লিখেছেন ।