![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
আমি লিখি “দেশ, জাতি, মানুষ আর মানবতার” জন্য। আমার লেখা কবিতা, গল্প, উপন্যাস, প্রবন্ধ-নিবন্ধ ও সমালোচনা আমার নিজস্ব ও মৌলিক রচনা। তাই, আমার অনুমতি ব্যতিরেকে এগুলো কপি বা নকল করা আইনতঃ দণ্ডনীয় অপরাধ। পৃথিবীর সকল মানুষের প্রতি আমার ভালোবাসা। জয় মানবের জয়।
তোমার মুখটি দেখিনি
সাইয়িদ রফিকুল হক
তোমার মুখটি দেখিনি
দেখেছিলাম একটু ছায়া,
তাইতে দেখি মন যে আমার
জাগায় কেমন মায়া!
হাসি দেখিনি আর শুনিনি
তোমার মুখের কথা,
তবু যে এই অবুঝ-বুকে
ক্ষণে-ক্ষণে বাড়ছে ব্যথা!
তোমার নামটি জানিনি
তবু যে কথা বলার ইচ্ছে,
একটু ছায়া একটু মায়া
জীবনটা হবে বুঝি মিছে!
আলো ছিল ঝলমলে
দেখেছিলাম দিনদুপুরে,
কী যে একটা ভাব হলো
ঝড় উঠলো অন্তপুরে!
এতো-এতো কাছাকাছি
দাঁড়িয়েছিলে একটুখানি,
তবু যেন মনে হলো
দেখি নাই তোমার মুখখানি!
তোমার ছায়া মনগহীনে
পেলো বুঝি ঠাঁই,
কেবলই তাই মনে হয়:
তোমার মুখখানি দেখি নাই!
কোথায় তুমি ভুলে আছো
রূপমুগ্ধ প্রেমিকজনে,
একটুখানি কাছে আসো
ভালোভাবে দেখি মুগ্ধনয়নে!
কাছে এসে দাঁড়িয়েছিলে
দেখি নাই অবহেলার ছলে,
অভিমানে তাই বুঝি
তুমি যাবে চলে!
একটু দাঁড়াও নয়নসম্মুখে
দেখবো শুধু মুগ্ধচোখে,
তোমার মুখটি দেখি নাই
ডুবে আছি মহাশোকে!
সাইয়িদ রফিকুল হক
মিরপুর, ঢাকা, বাংলাদেশ।
২০ শে জানুয়ারি, ২০১৬ রাত ৮:১২
সাইয়িদ রফিকুল হক বলেছেন: সুন্দর মতপ্রকাশের জন্য আপনাকে ধন্যবাদ ও শুভেচ্ছা। ভালো থাকুন। আমীন।
২| ২০ শে জানুয়ারি, ২০১৬ রাত ৮:১৬
রূপক বিধৌত সাধু বলেছেন: ভালো ।
২০ শে জানুয়ারি, ২০১৬ রাত ৮:৩৩
সাইয়িদ রফিকুল হক বলেছেন: সুন্দর মতপ্রকাশ করে অনুপ্রাণিত করার জন্য আপনাকে ধন্যবাদ ও শুভেচ্ছা।
৩| ২০ শে জানুয়ারি, ২০১৬ রাত ৮:১৯
চাঁদগাজী বলেছেন:
কবিদের নিয়ে সমস্যা, দেখলেই ভালোবেসে ফেলে
২০ শে জানুয়ারি, ২০১৬ রাত ৮:৩৬
সাইয়িদ রফিকুল হক বলেছেন: কবি তো শুধু ভালোবেসেই পৃথিবীতে ফুল ফুটাতে চায়। আপনার মন্তব্যের জন্য ধন্যবাদ ও শুভেচ্ছা।
৪| ২০ শে জানুয়ারি, ২০১৬ রাত ৮:২০
রুদ্র জাহেদ বলেছেন: চমৎকার কবিতা
২০ শে জানুয়ারি, ২০১৬ রাত ৮:৩৮
সাইয়িদ রফিকুল হক বলেছেন: অনুপ্রাণিত হলাম। আপনাকে সদ্যো-ফোটা গোলাপের একরাশ শুভেচ্ছা।
আর অবসরে আমার ব্লগে এলে ভীষণ খুশি হবো। ধন্যবাদ।
©somewhere in net ltd.
১|
২০ শে জানুয়ারি, ২০১৬ রাত ৮:০৪
বিষাক্ত ফাহিম বলেছেন: সুন্দর লিখেছেন :-)