![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
আমি লিখি “দেশ, জাতি, মানুষ আর মানবতার” জন্য। আমার লেখা কবিতা, গল্প, উপন্যাস, প্রবন্ধ-নিবন্ধ ও সমালোচনা আমার নিজস্ব ও মৌলিক রচনা। তাই, আমার অনুমতি ব্যতিরেকে এগুলো কপি বা নকল করা আইনতঃ দণ্ডনীয় অপরাধ। পৃথিবীর সকল মানুষের প্রতি আমার ভালোবাসা। জয় মানবের জয়।
ছাগলগুলো খাচ্ছে দেশের মাথা
সাইয়িদ রফিকুল হক
ছাগলগুলো দিচ্ছে গায়ে
পোশাক অনেক দামি,
ভাবলো ছাগল একনিমিষে
মানুষ হবে নামি!
এই না ভেবে ছাগলগুলো
যাচ্ছে বুটিক-শপে,
এবার বুঝি ছাগলামশাই
উঠবে সবার টপে!
রঙ-বেরঙের জামা গায়ে
ঘুরছে কত ছাগল,
ছাগলাগুলোর ভেল্কি দেখে
হচ্ছে মদন পাগল!
এই সমাজে ছাগল কত
ভাবছে কিনা সুধী,
নাকি সবাই নেশার ঘোরে
কাটছে জাবর চক্ষু মুদী!
ছাগলগুলো খেতে-খেতে
খাচ্ছে দেশের মাথা,
ছাগলামি আর পাগলামিতে
লাগছে বুকে ব্যথা!
এতো ছাগল এই দেশেতে
এলো কেমন করে?
ছাগলগুলো রাখ্ না সবাই
ছাগলাখানায় ধরে!
দামি-পোশাক দামি-খাবার
হয় না মাপের কাঠি,
পাগলা-ছাগল দেখতে পেলে
হাতে নিবে লাঠি।
সাইয়িদ রফিকুল হক
মিরপুর, ঢাকা, বাংলাদেশ।
©somewhere in net ltd.