নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

আমি মানুষ। আমি ত্বরীকতপন্থী-মুসলমান। আমি মানুষ বলে আমার ভুলত্রুটি হতেই পারে। বইপড়তে আমার ভালো লাগে। সাহিত্য ভালোবাসি। লেখালেখি আমার খুব শখের বিষয়। বাংলাদেশরাষ্ট্র ও গণমানুষের জন্য আমি লেখনিশক্তিধারণ করেছি।

সাইয়িদ রফিকুল হক

আমি লিখি “দেশ, জাতি, মানুষ আর মানবতার” জন্য। আমার লেখা কবিতা, গল্প, উপন্যাস, প্রবন্ধ-নিবন্ধ ও সমালোচনা আমার নিজস্ব ও মৌলিক রচনা। তাই, আমার অনুমতি ব্যতিরেকে এগুলো কপি বা নকল করা আইনতঃ দণ্ডনীয় অপরাধ। পৃথিবীর সকল মানুষের প্রতি আমার ভালোবাসা। জয় মানবের জয়।

সাইয়িদ রফিকুল হক › বিস্তারিত পোস্টঃ

হে যুবক, তুমি এবার উঠে দাঁড়াও

২৮ শে ফেব্রুয়ারি, ২০১৬ রাত ৮:০১


হে যুবক, তুমি এবার উঠে দাঁড়াও
সাইয়িদ রফিকুল হক

হে যুবক, তুমি এবার উঠে দাঁড়াও
আর জেগে ওঠো ভূমিকম্পের মতো,
আর লণ্ডভণ্ড করে দাও তোমার চারপাশে
আছে যতো পাপ-তাপ আর পাপাচার,
তুমি আর-একবার জেগে ওঠো যুবক
তুমি জেগেছিলে বলে একাত্তরে পেয়েছিলাম
একটি স্বাধীন-সার্বভৌম-বাংলাদেশ।
তুমি আবার জেগে ওঠো যুবক
দেশটা বুঝি আবার ক্রমে-ক্রমে
রাজাকারের হাতে চলে যাবে!
সেই নীল-নকশার জালবিস্তার চলছে সর্বত্র
হায়েনাগুলো আবার হয়েছে সংঘবদ্ধ!


তুমি একবার, শুধু একবার জেগে ওঠো
হে যুবক, তুমি জেগে ওঠো এখনই
ভিসুভিয়াস-আগ্নেয়গিরির মতো,
তুমি জেগে ওঠো ভূমিকম্পের মতো,
আর তুমি জেগে ওঠো কামানের গোলার মতো,
আর নয়তো জেগে ওঠো নীরবে বিদ্রোহী-চেতনায়!
তবুও তুমি জেগে ওঠো, হে যুবক,
তুমি না জাগলে আর কে ভাঙ্গবে
দেশবিরোধী নব্যরাজাকারদের পাঁজরের হাড়গোড়!
তুমি জেগে ওঠো যুবক ইস্পাত-দৃঢ়-প্রতিজ্ঞায়
আর তুমি জ্বেলে দাও পৃথিবীব্যাপী আলোর মশাল,
তুমি শুধু একবার জেগে ওঠো, হে যুবক,
আর চারদিকে জ্বেলে দাও শুধু আলোর মশাল!
তুমি এখনই জেগে ওঠো, হে যুবক
আর দেশবিরোধী রাজাকারদের দেহ থেকে
বিচ্ছিন্ন করে দাও তাদের নবম কশেরুকা!
আর মুষ্ঠিবদ্ধ হাতের সম্মিলিত-আক্রমণে
হাতুড়ি-পেটার মতো করে ভেঙ্গে দাও তাদের মেরুদণ্ড,
আর এই বাংলায় ওদের চিরতরে অচল করে দাও।

ভয়কে আর দুনিয়ার যতো বরাভয়কে পদদলিত করে
তুমি জেগে ওঠো রাইফেলের বুলেটের মতো
তুমি জেগে ওঠো প্রচণ্ড-আত্মবিশ্বাসে,
হে যুবক, তুমি এই ভূপৃষ্ঠে আজ স্বীকার কর
তোমার সাময়িক উপস্থিতিকে,
আর জেনে নাও নিজের অদম্য-শক্তিকে,
তুমি একবার চেয়ে দেখো বাংলার মুক্তিযোদ্ধাদের
আর বারবার দেখো তাদের অত্যুজ্জ্বল ছবিসমূহ,
একবার দেখো শুধু তাদের সাহসীমুখ মনোযোগ দিয়ে
আর ভাবো: কী সাহসী ছিলেন আমাদের পূর্বপুরুষগণ!

হে যুবক, দেশটা আর কতকাল
পিছে টেনে ধরবে পরাজিত শকুনের দল?
আর সবকিছু দেখেশুনে-জেনেশুনে
নিশ্চুপ হয়ে বসে থাকবে তোমরা?
একাত্তরের গেরিলা-যোদ্ধাদের মতো
পৃথিবী কাঁপিয়ে জেগে ওঠো তোমরা!
হে যুবক দেশের জন্য মরীয়া হয়ে
ঘুরে দাঁড়াও তোমরা, আর ছুঁড়ে ফেলো
অতীতের সমস্ত গ্লানি,
আর এই বাংলার নষ্ট-পচা-গলা আবর্জনাসমূহ
চিরতরে ছুঁড়ে ফেলো একাত্তরের ভাগাড়ে।
তোমরা শুধু একবার জেগে ওঠো, হে যুবক,
শুধু একবার তোমরা জেগে ওঠো,
তোমাদের পদভারে পদপিষ্ট হবে দালালগুলো
তোমাদের শক্তি আছে, সাহসও আছে
তবে কেন বসে থাকবে হে যুবক?
হে যুবক, তুমি এবার উঠে দাঁড়াও
হে যুবক, তুমি এবার ঘুরে দাঁড়াও।

সাইয়িদ রফিকুল হক
মিরপুর, ঢাকা, বাংলাদেশ।

মন্তব্য ৪ টি রেটিং +৫/-০

মন্তব্য (৪) মন্তব্য লিখুন

১| ২৮ শে ফেব্রুয়ারি, ২০১৬ রাত ৮:১৪

চাঁদগাজী বলেছেন:



কবি নজরুল ইসলাম একটা সমস্যার সৃস্টি করে গেছেন, দেখছি!

২৮ শে ফেব্রুয়ারি, ২০১৬ রাত ৯:৫১

সাইয়িদ রফিকুল হক বলেছেন: কবি কাজী নজরুল ইসলাম সমস্যার সমাধান করে গেছেন।
আশা করি বুঝতে পারবেন।
ধন্যবাদ আপনাকে।

২| ২৯ শে ফেব্রুয়ারি, ২০১৬ রাত ১০:২৮

কথাকথিকেথিকথন বলেছেন: যুদ্ধ যুদ্ধ ভাবের কবিতা । জেগে ওঠার কাব্যে ভাল লেগেছে ।

০১ লা মার্চ, ২০১৬ ভোর ৬:৩৯

সাইয়িদ রফিকুল হক বলেছেন: আপনার মন্তব্য পড়ে আমারও ভালো লেগেছে।
আপনাকে অসংখ্য ধন্যবাদ। আর সঙ্গে রইলো অশেষ শুভকামনা।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.