![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
আমি লিখি “দেশ, জাতি, মানুষ আর মানবতার” জন্য। আমার লেখা কবিতা, গল্প, উপন্যাস, প্রবন্ধ-নিবন্ধ ও সমালোচনা আমার নিজস্ব ও মৌলিক রচনা। তাই, আমার অনুমতি ব্যতিরেকে এগুলো কপি বা নকল করা আইনতঃ দণ্ডনীয় অপরাধ। পৃথিবীর সকল মানুষের প্রতি আমার ভালোবাসা। জয় মানবের জয়।
দেশের মানুষ ওঠো জেগে
সাইয়িদ রফিকুল হক
পাঁচটি বছর পরে আবার
এলো ভোটের খেলা,
চেয়ারম্যানি-ইলেকশনে
জমছে টাউট-মেলা।
নমিনেশন পাওয়ার আশায়
ছুটছে টাউট লোভে,
ভণ্ডগুলোর আস্ফালনে
ফুঁসছে মানুষ ক্ষোভে।
রাজাকারের নাতি-পুতি
পাচ্ছে দলের প্রতীক!
ভণ্ডামিটা সমাজদেহে
হচ্ছে বুঝি বাতিক।
গমচোরেরা আবার দেখি
কিনছে নমিনেশন,
ভোটের আগে হাসিমুখটা
করছে পরিবেশন।
টাউটগুলো দাঁড়ায় আছে
চেয়ারম্যানি-খাম্বায়,
দলের নেতা হচ্ছে এখন
গোয়ালঘরের হাম্বায়!
গমচুরিতে পটু মশাই
করছে মিটিং-মিছিল,
ওরে মানুষ, ওঠরে জেগে
ধরে দে-না কিল!
গরিব-মানুষ পায় না গম
পায় না কিছু চাল,
টাউট-বাটপাড় কুমিরেরা
কাটছে গভীর খাল!
ভালোমানুষ পালায় গেছে
পাচ্ছে নারে ভোট,
গমচোরেরা আবার বুঝি
হইছে একজোট।
দেশের মানুষ ওঠো জেগে
একটু খাটাও বিবেক,
টাউট-বাটপাড় আর কতোকাল
চেয়ারম্যানটা হইবেক?
সাইয়িদ রফিকুল হক
মিরপুর, ঢাকা, বাংলাদেশ।
০৮ ই মার্চ, ২০১৬ রাত ৯:৫৯
সাইয়িদ রফিকুল হক বলেছেন: ধন্যবাদ ভাই আপনাকে। আর সঙ্গে রইলো একরাশ শুভেচ্ছা।
২| ০৮ ই মার্চ, ২০১৬ রাত ১০:৪৪
বিজন রয় বলেছেন: অত্যন্ত কার্যকরী ছড়া!!
++++
০৯ ই মার্চ, ২০১৬ ভোর ৬:৪২
সাইয়িদ রফিকুল হক বলেছেন: ধন্যবাদ বন্ধু। সঙ্গে একরাশ শুভেচ্ছা।
আর সবসময়ের জন্য শুভকামনা।
©somewhere in net ltd.
১|
০৮ ই মার্চ, ২০১৬ রাত ৯:৪৪
অগ্নি কল্লোল বলেছেন: চমৎকার ছড়া!!!!