নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

আমি মানুষ। আমি ত্বরীকতপন্থী-মুসলমান। আমি মানুষ বলে আমার ভুলত্রুটি হতেই পারে। বইপড়তে আমার ভালো লাগে। সাহিত্য ভালোবাসি। লেখালেখি আমার খুব শখের বিষয়। বাংলাদেশরাষ্ট্র ও গণমানুষের জন্য আমি লেখনিশক্তিধারণ করেছি।

সাইয়িদ রফিকুল হক

আমি লিখি “দেশ, জাতি, মানুষ আর মানবতার” জন্য। আমার লেখা কবিতা, গল্প, উপন্যাস, প্রবন্ধ-নিবন্ধ ও সমালোচনা আমার নিজস্ব ও মৌলিক রচনা। তাই, আমার অনুমতি ব্যতিরেকে এগুলো কপি বা নকল করা আইনতঃ দণ্ডনীয় অপরাধ। পৃথিবীর সকল মানুষের প্রতি আমার ভালোবাসা। জয় মানবের জয়।

সাইয়িদ রফিকুল হক › বিস্তারিত পোস্টঃ

দেশের মানুষ ওঠো জেগে(কবিতা)

০৮ ই মার্চ, ২০১৬ রাত ৯:৩১


দেশের মানুষ ওঠো জেগে
সাইয়িদ রফিকুল হক

পাঁচটি বছর পরে আবার
এলো ভোটের খেলা,
চেয়ারম্যানি-ইলেকশনে
জমছে টাউট-মেলা।
নমিনেশন পাওয়ার আশায়
ছুটছে টাউট লোভে,
ভণ্ডগুলোর আস্ফালনে
ফুঁসছে মানুষ ক্ষোভে।
রাজাকারের নাতি-পুতি
পাচ্ছে দলের প্রতীক!
ভণ্ডামিটা সমাজদেহে
হচ্ছে বুঝি বাতিক।

গমচোরেরা আবার দেখি
কিনছে নমিনেশন,
ভোটের আগে হাসিমুখটা
করছে পরিবেশন।
টাউটগুলো দাঁড়ায় আছে
চেয়ারম্যানি-খাম্বায়,
দলের নেতা হচ্ছে এখন
গোয়ালঘরের হাম্বায়!
গমচুরিতে পটু মশাই
করছে মিটিং-মিছিল,
ওরে মানুষ, ওঠরে জেগে
ধরে দে-না কিল!

গরিব-মানুষ পায় না গম
পায় না কিছু চাল,
টাউট-বাটপাড় কুমিরেরা
কাটছে গভীর খাল!
ভালোমানুষ পালায় গেছে
পাচ্ছে নারে ভোট,
গমচোরেরা আবার বুঝি
হইছে একজোট।
দেশের মানুষ ওঠো জেগে
একটু খাটাও বিবেক,
টাউট-বাটপাড় আর কতোকাল
চেয়ারম্যানটা হইবেক?

সাইয়িদ রফিকুল হক
মিরপুর, ঢাকা, বাংলাদেশ।

মন্তব্য ৪ টি রেটিং +১/-০

মন্তব্য (৪) মন্তব্য লিখুন

১| ০৮ ই মার্চ, ২০১৬ রাত ৯:৪৪

অগ্নি কল্লোল বলেছেন: চমৎকার ছড়া!!!!

০৮ ই মার্চ, ২০১৬ রাত ৯:৫৯

সাইয়িদ রফিকুল হক বলেছেন: ধন্যবাদ ভাই আপনাকে। আর সঙ্গে রইলো একরাশ শুভেচ্ছা।

২| ০৮ ই মার্চ, ২০১৬ রাত ১০:৪৪

বিজন রয় বলেছেন: অত্যন্ত কার্যকরী ছড়া!!
++++

০৯ ই মার্চ, ২০১৬ ভোর ৬:৪২

সাইয়িদ রফিকুল হক বলেছেন: ধন্যবাদ বন্ধু। সঙ্গে একরাশ শুভেচ্ছা।
আর সবসময়ের জন্য শুভকামনা।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.