নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

আমি মানুষ। আমি ত্বরীকতপন্থী-মুসলমান। আমি মানুষ বলে আমার ভুলত্রুটি হতেই পারে। বইপড়তে আমার ভালো লাগে। সাহিত্য ভালোবাসি। লেখালেখি আমার খুব শখের বিষয়। বাংলাদেশরাষ্ট্র ও গণমানুষের জন্য আমি লেখনিশক্তিধারণ করেছি।

সাইয়িদ রফিকুল হক

আমি লিখি “দেশ, জাতি, মানুষ আর মানবতার” জন্য। আমার লেখা কবিতা, গল্প, উপন্যাস, প্রবন্ধ-নিবন্ধ ও সমালোচনা আমার নিজস্ব ও মৌলিক রচনা। তাই, আমার অনুমতি ব্যতিরেকে এগুলো কপি বা নকল করা আইনতঃ দণ্ডনীয় অপরাধ। পৃথিবীর সকল মানুষের প্রতি আমার ভালোবাসা। জয় মানবের জয়।

সাইয়িদ রফিকুল হক › বিস্তারিত পোস্টঃ

ঘুষখোরেরা গেছে ক্ষেপে

১৪ ই মার্চ, ২০১৬ রাত ৮:২২


ঘুষখোরেরা গেছে ক্ষেপে
সাইয়িদ রফিকুল হক

ঘুষখোরেরা গেছে ক্ষেপে
খাচ্ছে ভীষণ ঘুষ,
মাতাল যেমন মদের বোতল
ধরে আছে বেহঁশ।
পশুর মতো হন্যে হয়ে
ছুটছে তারা বেগে,
ঘুষের টাকা কমটি হলে
যাচ্ছে ভীষণ রেগে।
মানুষ-মেরে, হুমকি দিয়ে
খাচ্ছে ঘুষের গু,
আইনকানুন হেলায় ফেলে
দিচ্ছে গায়ে ফুঁ।

ঘুষখোরেরা আজকে দেখি
দেশে সবার সেরা,
জীবনটা যে হাসিখুশি
স্বপ্নে তাদের ঘেরা।
ঘুষের জন্য পাগল হয়ে
দিচ্ছে কাজে ফাঁকি,
নিজের স্বার্থে কোনোকিছু
রাখেনি তো বাকী।
দেশের কথা ভুলে গিয়ে
খাচ্ছে পশু ঘুষ,
এই জীবনে ফিরবে নারে
ওদের কোনো হুঁশ।
এই পশুদের মারতে হবে
বাঁচবে দেশের মানুষ,
ঘুষখোরেরা নিপাত গেলে
উড়বে সুখের ফানুস।

আয়রে মানুষ, আয়রে ছুটে
পশু মারার দলে,
আবার আমরা উঠবো জেগে
একাত্তরের বলে।
দেশের মানুষ ধুঁকতে-ধুঁকতে
যাচ্ছে বুঝি মরে,
এবার ফাঁসি দিতে হবে
ঘুষখোরদের ধরে।

সাইয়িদ রফিকুল হক
মিরপুর, ঢাকা, বাংলাদেশ।

মন্তব্য ৪ টি রেটিং +১/-০

মন্তব্য (৪) মন্তব্য লিখুন

১| ১৪ ই মার্চ, ২০১৬ রাত ৯:৩৯

অগ্নি কল্লোল বলেছেন: চমৎকার লিখেছেন।

১৪ ই মার্চ, ২০১৬ রাত ১০:০৫

সাইয়িদ রফিকুল হক বলেছেন: সুন্দর মতপ্রকাশের জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ। আর সঙ্গে রইলো একরাশ শুভেচ্ছা।

২| ১৪ ই মার্চ, ২০১৬ রাত ১১:২৮

ফ্রিটক বলেছেন: ++

১৫ ই মার্চ, ২০১৬ দুপুর ১২:৫৯

সাইয়িদ রফিকুল হক বলেছেন: ধন্যবাদ বন্ধু। আপনার সুন্দর মতপ্রকাশে আনন্দিত হয়েছি।
আপনার জন্য রইলো একরাশ শুভেচ্ছা।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.