নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

আমি মানুষ। আমি ত্বরীকতপন্থী-মুসলমান। আমি মানুষ বলে আমার ভুলত্রুটি হতেই পারে। বইপড়তে আমার ভালো লাগে। সাহিত্য ভালোবাসি। লেখালেখি আমার খুব শখের বিষয়। বাংলাদেশরাষ্ট্র ও গণমানুষের জন্য আমি লেখনিশক্তিধারণ করেছি।

সাইয়িদ রফিকুল হক

আমি লিখি “দেশ, জাতি, মানুষ আর মানবতার” জন্য। আমার লেখা কবিতা, গল্প, উপন্যাস, প্রবন্ধ-নিবন্ধ ও সমালোচনা আমার নিজস্ব ও মৌলিক রচনা। তাই, আমার অনুমতি ব্যতিরেকে এগুলো কপি বা নকল করা আইনতঃ দণ্ডনীয় অপরাধ। পৃথিবীর সকল মানুষের প্রতি আমার ভালোবাসা। জয় মানবের জয়।

সাইয়িদ রফিকুল হক › বিস্তারিত পোস্টঃ

ঘাতক সরে যাও আমাদের পিতার সমাধি থেকে

১৭ ই মার্চ, ২০১৬ রাত ৮:০৫


ঘাতক সরে যাও আমাদের পিতার সমাধি থেকে
সাইয়িদ রফিকুল হক

ফুলে-ফুলে ঢেকে আছে
আজ পিতার সমাধি,
ফুলের ছড়াছড়ি চারপাশে,
শুধু ফুল আর ফুল
আজ আমাদের পিতার সমাধিতে!
আর ফুল হাতেই দাঁড়িয়ে আছে
এই বাংলার ঘাতক ক’জন,
ওরাও এসেছে পিতার সমাধিতে,
হোক না কুলাঙ্গার,
তবুও এসেছে পিতার সমাধিতে!

স্বার্থের বেড়াজালে আটকে পড়ে
কাঁপছে পাপীর দেহ থরথর,
ফুল হাতে এসেছে তবুও পিতার সমাধিতে,
অথচ পিতার ঘাতকদের সঙ্গে
সবসময় চলছে এদের ব্যবসায়িক লেনদেন!
এরা আমাদের জনকের নাম মুখে আনে
স্বার্থের নেশায়—আর অসংখ্য লোভে,
আমাদের জাতির জনকের স্বপ্নগুলো
মুছে দিতে চায় অচেনা প্রেমিকগুলো,
আর এরাই এখন ভিড় করেছে
আমাদের পিতার সমাধিস্থলে।

আমাদের জনকের জন্ম না হলে
আমরা পেতাম না নিজেদের পরিচিতি,
আর বিশ্ব থেকে চিরতরে হারিয়ে যেতো
আমাদের ঐতিহাসিক অস্তিত্ব,
আমাদের পিতা বাঙালির অস্তিত্বকে
বিশ্বে করেছেন সম্মানে সমাসীন,
তিনি আমাদের পিতা
তিনি আমাদের জাতির পিতা
নাম তাঁর শেখ মুজিব,
আর উপাধি আছে ‘জাতির জনক’ ‘বঙ্গবন্ধু’,
এশিয়া থেকে ইউরোপ তাঁকে কুর্নিশ করে
মহাসম্ভ্রমে আর নিঃস্বার্থ ভালোবাসায়,
আফ্রিকা, আমেরিকার বিবেকগুলো
তাঁকে দেখে উঠে দাঁড়ায় সসম্ভ্রমে,
আর সবাই বলে: জয় শেখ মুজিব,
আর জয় হোক বাঙালির।

আমাদের পিতা শুধু বাংলাদেশের,
আমাদের পিতা শুধুই বাঙালি-জাতির,
আমাদের পিতা শুধুই শোষিত-বঞ্চিত মানুষের,
আমাদের পিতা জন্মেছিলেন শুধু বাংলাদেশের জন্যে,
আর তোমরা পিতার নামে করছো
নিজেদের মহাসুখের স্বার্থ-আবাদ!
আজ তাঁর নামে দেশপ্রেমের অভিনয় করছে
মুখচেনা কিছু পাপী, আর কিছু সুবিধাবাদী,
সুবিধাবাদী-দালালগুলো ফুল হাতে আজ
সবার আগে-আগে যাচ্ছে
আমাদের পিতার সমাধিতে,
ওদের এখনই বের করে দাও
আমাদের জনকের সমাধিস্থল থেকে,
আর ওদের হাত থেকে তোমাদের প্রবল শক্তিতে
ওদের লোকদেখানো-মিথ্যাপ্রেমের ফুলের তোড়া
জোর করে কেড়ে নাও তোমরা,
আর জেগে ওঠো আজ বাংলার দেশপ্রেমিকেরা,
আর দেশবিরোধী ঘাতক সরে যাও
আমাদের পিতার সমাধি থেকে,
আর এখনই বেরিয়ে যাও তোমরা।

সাইয়িদ রফিকুল হক
মিরপুর, ঢাকা, বাংলাদেশ।



মন্তব্য ৮ টি রেটিং +১/-০

মন্তব্য (৮) মন্তব্য লিখুন

১| ১৭ ই মার্চ, ২০১৬ রাত ৮:৩৫

অগ্নি কল্লোল বলেছেন: খুব সুন্দর লিখেছেন।।

১৭ ই মার্চ, ২০১৬ রাত ৯:৪১

সাইয়িদ রফিকুল হক বলেছেন: ধন্যবাদ ভাই আপনাকে। ফুল কাছে নেই, তবুও আপনাকে একরাশ ফুলেল শুভেচ্ছা।
আর সবসময় শুভকামনা।

২| ১৭ ই মার্চ, ২০১৬ রাত ৯:৫৭

অন্তহীন রাকিব বলেছেন: অসাধারন লিখেছেন ভাই, জয় বাংলা জয় বঙ্গবন্ধু

১৮ ই মার্চ, ২০১৬ সকাল ৮:২৯

সাইয়িদ রফিকুল হক বলেছেন: ধন্যবাদ বন্ধু আপনাকে। আর সঙ্গে রইলো একরাশ শুভেচ্ছা।

৩| ১৭ ই মার্চ, ২০১৬ রাত ১১:০২

বিজন রয় বলেছেন: দূর হ ঘাতক।

১৮ ই মার্চ, ২০১৬ সকাল ৮:৩০

সাইয়িদ রফিকুল হক বলেছেন: ধন্যবাদ ও শুভেচ্ছা বন্ধু আপনাকে। আর সঙ্গে রইলো শুভকামনা।

৪| ১৯ শে মার্চ, ২০১৬ বিকাল ৩:৫৭

ডাঃ প্রকাশ চন্দ্র রায় বলেছেন: ঘাতকের বিচার চলছে চলবেই। ঘাতক নির্মুল হচ্ছে হবেই। মানুষ চিনে ফেলেছে কারা ঘাতক কারা অমানুষ, আজ চিনে ফেলেছে বাংলার মানুষ।

২১ শে মার্চ, ২০১৬ রাত ১০:১৮

সাইয়িদ রফিকুল হক বলেছেন: সুন্দর মতপ্রকাশের জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ। আর শুভকামনা।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.